আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের পরিকল্পনা সামনে আসার পর যেন সারাদেশে হৈচৈ শুরু হয়ে গেছে। ২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক সংস্কার করে নতুন ধরনের পোশাকের পরিকল্পনা সামনে আনা হয়। এরপর থেকেই কেবল আলোচনা-সমালোচনা নয়, রীতিমতো হাসা-হাসির রোল পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।
শুধু সাধারণ জনগণ নয়, দেশের স্বনামধন্য ব্যক্তিরাও এই সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন। বিনোদন জগতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরও ক্ষোভ ঝেড়েছেন ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) নব নির্ধারিত পোশাকের ছবিসহ একটি পোস্ট লিখে শেয়ার করে সমালোচনা করেছেন আসিফ আকবর। তিনি লেখেন, ‘তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য রুচিহীনতার অভিযোগে দ্রুত গ্রেফতার করা হউক। মানসিক ডাক্তারদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি। সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।’
এই পোস্টে অনেক ভক্তই হাহা রিয়্যাক্ট দিয়েছেন। কমেন্ট বক্সে অনেকেই আসিফকে সমর্থন জানিয়ে সমালোচনা করেছেন। এক ভক্ত কমেন্ট করে লিখেছেন,‘সত্যিই প্রিয় বস হাস্যকর। আপনার সাথে সহমত পোষণ করছি। ভালোবাসা অবিরাম প্রিয় বস।’
অনেকেই তার সাথে সহমত করে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। আরেক ভক্ত লিখেছেন, ‘এদেরকে দেখলে ভয় লাগেনা। বন্ধু-বান্ধব মেহমান অতিথি মনে হয়।’ ৩য় আরেকজন মন্তব্য করেন,‘কারা এদের এ পোষাক চয়েজ করতে দেই, মানুষের রুচি কি এতো দুর্বল হতে পারে, এই রুচি নিয়ে দেশের কি রুচিশীল পরিবর্তন করবে তারা।’