টকশো সঞ্চালকের ভুল: ‘হ্যারিসের বাড়ি মালয়েশিয়া’! মন্ত্রী বললেন বাড়ি আসুন!

, ফিচার

ফিচার ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-30 15:22:21

যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশন চ্যানেলের টকশো’র সাবেক এক সঞ্চালক ফেসবুকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিসের বাড়ি ভুল করে মালয়েশিয়ায় বলে উল্লেখ করেন।

এরপর সামাজিক সাইটে মালয়েশিয়ার নেটজেনরা ভীষণভাবে মজা করতে শুরু করেন।

এ ঘটনা জানার পর মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কমলা হ্যারিসের উদ্দেশে মজা করে ‘নিজের বাড়ি মালয়েশিয়া’ আসার আমন্ত্রণ জানান।

বুধবার (৩০ অক্টোবর) সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, ২৮ অক্টোবর ম্যাডিসন স্কয়ার গার্ডেনে নির্বাচনী র‌্যালি শুরুর আগে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিসকে ‘সামোয়ান-মালয়েশিয়ান’ বলে ভুলভাবে উপস্থাপন করেন।

এরই সূত্র ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের টিভি চ্যানেল ফক্স নিউজের টকশো’র সাবেক এক সঞ্চালক টুকার কার্লসন ভুল করে কমলা হ্যারিসের বাড়ি মালয়েশিয়া বলে উল্লেখ করেন।

এরপর সামাজিক সাইট ফেসবুকে মালয়েশিয়ার নেটিজেনরা মজা করা শুরু করেন।

এ ঘটনা জানার পর বুধবার (৩০ অক্টোবর) মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান ফেসবুকে পোস্ট করা এক মন্তব্যে মজা করে কমলা হ্যারিসকে তার বাড়ি ‘মালয়েশিয়া’ আসার আমন্ত্রণ জানান।

এ সময় তিনি পোস্টে #balikkampung ও #nasigorengUSA নামে দুটি হ্যাশট্যাগও ব্যবহার করেন। হ্যাশট্যাগের প্রথমটির অর্থ ‘বাড়ি আসুন’ এবং দ্বিতীয় হ্যাশট্যাগের অর্থ ‘ফ্রাইড রাইস’ খান।

তিনি পোস্টে আরো লেখেন, ‘আমরা জানতাম না যে, একজন মালয়েশিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রশাসন চালান। তার উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের দৌড়ে জয়লাভ করা’।

এরপর তিনি আরো লেখেন, ‘কমলা হ্যারিস! আপনার নিজের বাড়ি মালয়েশিয়ায় আসার আমন্ত্রণ জানানোর পাশাপাশি ফ্রাইড রাইস খাওয়ারও নিমন্ত্রণ রইলো’!

তবে এর জবাবে কমলা হ্যারিস কী মন্তব্য করেছেন, তা আর জানা যায়নি।

প্রসঙ্গত, কমলা হ্যারিসের মা একজন ভারতীয় এবং বাবা কালো জ্যামাইকান। তারা দুজনই ছিলেন মার্কিন অভিবাসী।

হোয়াইট হাউসের জীবনবৃত্তান্তে কমলা হ্যারিস সম্পর্কে লেখা হয়েছে, ‘কমলা হ্যারিস প্রথম নারী, যিনি প্রথম কালো আমেরিকান এবং সেইসঙ্গে তিনি প্রথম দক্ষিণ এশিয়ান আমেরিকান, মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন’।

Related News