পালিয়ে যাওয়া ২ ম্যাকাও ৬০ মাইল দূর থেকে উদ্ধার

  • ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লন্ডন চিড়িয়াখানা থেকে পালিয়ে যাওয়া বিপন্ন প্রজাতির ২টি ম্যাকাও অবশেষে ৬০ মাইল দূর থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) লন্ডন চিড়িয়াখানায় দর্শকরা ‘লিলি’ ও ‘মারগট’ নামে ২ বছর বয়েসি নীল গলার ম্যাকাওকে খাওয়ানোর সময় তারা সেখান থেকে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

এরপর চিড়িয়াখানা থেকে এক বিবৃতিতে জানানো হয়, বিপন্ন প্রজাতির এই ম্যাকাও ২টি কারো চোখে পড়লে তা যেন চিড়িয়াখানা কর্তৃপক্ষকে জানানো হয়। এদিকে, ম্যাকাও দুটি পালিয়ে যাওয়ার পর চিড়িয়াখানার কর্মীরা হন্যে হয়ে তাদের খুঁজতে থাকে।

অবশেষে, রোববার (২৭ অক্টোবর) লন্ডন থেকে ৬০ মাইল দূরে কেমব্রিজশায়ারের একটি পরিবার দেখতে পায় যে, তাদের বাগানের একটি গাছে দুটি ম্যাকাও বসে রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষকে জানানোর পর উদ্ধারকর্মীরা সেখানে হাজির হলে ম্যাকাও ২টি সেখান থেকে পালিয়ে যায়।

পরে ব্রাম্পটনে ম্যাকাও দুটির খোঁজ পাওয়া যায়। এরপর উদ্ধারকর্মীদের মধ্যে থাকা পাখিপালকেরা তাদের কাছে গেলে ম্যাকাও দুটি উড়ে তাদের হাতে এসে বসে।

এর আগে লন্ডন চিড়িয়াখানা কর্তৃপক্ষ What3Words অ্যাপের মাধ্যমে জানায় যে, ম্যাকাও দুটিকে কেউ যদি দেখতে পান, তাহলে যেন তাদের জানানো হয়। সেই সূত্র ধরেই তারা ম্যাকাও দুটির অবস্থান খুঁজে পায়।

ম্যাকাও দুটি উদ্ধারের পর তাদের পেট কেয়ার সেন্টারের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শিগগিরই তাদের বাবা ও মা পপি ও অলির সঙ্গে একই খাঁচায় দেখা যাবে বলা জানা গেছে। ধারণা করা হয়, বন্য প্রজাতির এই পাখির মাত্র ৪শটি বর্তমানে অবশিষ্ট রয়েছে।