থানা থেকে দৌড়ে পালালেন নারী আসামি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে মনোয়ারা খাতুন (৩০) নামের এক নারী আসামি থানা হেফাজত থেকে পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৬টার দিকে জীবননগর থানায় এ ঘটনা ঘটে। তিনি মাদক মামলার আসামি ছিলেন। আজ তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর কথা ছিল।

বিজ্ঞাপন

মনোয়ারা খাতুন পার্শ্ববর্তী ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মণ্ডলের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস।

তিনি জানান, বুধবার (৩০ অক্টোবর) জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ফেনসিডিলসহ মনোয়ারা খাতুন ও নাজমুল হুদা নামের দুজনকে আটক করে বিজিবি। পরে বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জীবননগর থানায় হস্তান্তর করে। আসামিদের মধ্যে মনোয়ারা খাতুনকে থানার নারী ও শিশু ডেস্কে রাখা হয়। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে কৌশলে দৌঁড়ে পালিয়ে যান মনোয়ারা খাতুন।

ওসি আরও জানান, এত সকালে থানায় বেশি পুলিশ সদস্য ছিল না। আজ তাকে কোর্টে পাঠানো হত। কিন্তু তার আগেই তিনি পালিয়েছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে খবর পেয়ে জীবননগর থানায় উপস্থিত হন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত) রিয়াজুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান লালন।

রিয়াজুল ইসলাম সাংবাদিকদের জানান, মনোয়ারা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজিবি। থানা হেফাজত থেকে পালানোর পর তার বিরুদ্ধে পেনালকোডে আরও একটি মামলা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।