পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৪

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী
  • |
  • Font increase
  • Font Decrease

পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণায় গ্রেফতার ৪

পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণায় গ্রেফতার ৪

পুলিশের কনস্টেবল পদে চাকরি দেয়ার কথা বলে টাকা অত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের ৪ জনকে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতাররা হলেন- বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের মো. হামিদুল ইসলাম (৩১), একই গ্রামের মো. মোকলেছুর রহমান (৩৫), সদর ইউনিয়নের খৌর্দ্দমেগচামী গ্রামের মো. আজিবুল শেখ (২০) ও ফরিদপুরের ভাঙ্গার পূর্ব সদরদী গ্রামের মো. নুরুল ইসলাম (৬১)।

বিজ্ঞাপন

জানা যায়, বালিয়াকান্দি সালকি গ্রামের ওয়াজেদ ফকিরের ছেলে মো. জোবায়ের হোসেন (২০) রাজবাড়ী জেলা হতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন করে। আসামিগণের বাড়ি একই এলাকায় হওয়ায় তার ছেলের আবেদনের বিষয়টি আসামিরা কৌশলে জানতে পারে। পরে আসামিরা তার ছেলের সঙ্গে যোগাযোগ করে ১০ লাখ টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিবে বলে তাকে আশ্বাস দেয় এবং  পরে আসামিগণ তার ছেলেকে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়ার কথা বলে দেখা করতে বলেন।

২৬ অক্টোবর বিকাল চারটার দিকে রাজবাড়ী সদর থানাধীন রাজবাড়ী পুলিশ লাইন্সের সামনে বটগাছের নিচে তার ছেলের নিকট থেকে চাকরির জন্য কিছু খরচ লাগবে বলে দুই হাজার টাকা নেয়। পরবর্তীতে উক্ত বিষয়টি সন্দেহ হলে তিনি তখন রাজবাড়ী ডিবি পুলিশকে ঘটনার বিষয়টি জানান।

পরে রাজবাড়ী ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় আত্নসাৎকৃত ২ হাজার টাকা ও আসামি মো. আজিবুল শেখের হেফাজত থেকে তার ছেলের এসএসসির সার্টিফিকেট এবং কনস্টেবল নিয়োগের প্রবেশপত্রের ফটোকপি জব্দ করে।