ইন্দোনেশিয়ার উপকূলে ভেসে এলো ১০২ রোহিঙ্গাবাহী নৌকা, ৬ মরদেহ উদ্ধার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে প্রায় ১০২ জন রোহিঙ্গা নিয়ে ভেসে আসা একটি নৌকা থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উপকূলের স্থানীয় একটি মৎস্য সম্প্রদায় প্রথমে নৌকাটিকে ভাসতে দেখে। পরে তারা নৌকাটিকে তীরে এনে মরদেহগুলো উদ্ধার করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

মৎস্য সম্প্রদায়ের প্রধান মিফতাচ তজুত আদেক রয়টার্সকে বলেন, সুমাত্রা দ্বীপের আচেহের পূর্ব অংশের সমুদ্র সৈকতে একটি নৌকা ভাসতে দেখেন স্থানীয় মৎস্যজীবীরা। পরে তারা নৌকাটিকে তীরে নিয়ে আসেন। এর মধ্যে ৯৬ জন যাত্রীকে জীবিত এবং ৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যাত্রীদের মধ্যে ৭ জন শিশুও রয়েছে।

তিনি আরও বলেন, তারা এখনো সৈকতে রয়েছেন।

এর আগে গত সপ্তাহে দেশটির আচেহ ও উত্তর সুমাত্রা প্রদেশে প্রায় ৩০০ রোহিঙ্গা উপকূলে এসেছিল। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ইন্দোনেশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।  

ইন্দোনেশিয়ার এক মুখপাত্র বলেন, ইউএনএইচসিআর ও স্থানীয় কর্তৃপক্ষ মিলে রোহিঙ্গাদের সহায়তা প্রদান করা হচ্ছে। 

মূলত অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে সাগর শান্ত থাকায় অনেক রোহিঙ্গা মায়ানমার ছেড়ে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশের উদ্দেশ্যে পাড়ি জমায়।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা দেশটির সরকারের দ্বারা ব্যাপক দমন-পীড়ন ও নির্যাতনের কারণে গত বেশ কয়েক বছর ধরে তারা মিয়ানমার ছেড়ে অন্যান্য দেশে আশ্রয় নেওয়ার জন্য ছুটছেন।

গত বছর ২ হাজারেরও বেশি রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় এসেছে। ইউএনএইচসিআরের তথ্যে দেখা গেছে, আগের চার বছরের তুলনায় গতবছরে আগমনের সংখ্যা বেশি।