দ. লেবাননে শান্তিরক্ষা মিশন ৩০ বার হামলার শিকার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন

দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন অক্টোবর মাসে অন্তত ৩০ বার হামলা শিকার হয়েছে। এর মধ্যে ২০ বার ইসরায়েলি সেনাদের মাধ্যমে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

এছাড়া হিজবুল্লাহসহ এর সহযোগী অন্যান্যদের মাধ্যমে আক্রান্ত হয়েছে বলে লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ‘দ্য ইউনাইটেড ন্যাশসন ইনটেরিম ফোর্স ইন লেবানন (ইউএনআইএফআইএল) জানিয়েছে।

বিজ্ঞাপন

এতে মিশনের সম্পদের ক্ষয়ক্ষতিসহ মিশনে কর্মরত শান্তিরক্ষাও আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইউএনআইএফআইএল-এর বরাত দিয়ে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরা এ খবর জানায়।

খবরে বলা হয়, অক্টোবর মাসে দক্ষিণ লেবাননে দায়িত্ব পালনকালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন অন্তত ৩০ হাজার আক্রান্ত হয়েছে। এর বেশির ভাগই হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী দিয়ে। এর মধ্যে ৭টি ছিল ব্যাপক আকারে।

বুধবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ইউএনআইএফআইএল-এর মুখপাত্র আন্দ্রিয়া টেনেনটি বলেন, দক্ষিণ লেবাননে দায়িত্ব পালন করার সময় এর প্রাচীর ভেঙে ফেলা হয়। এসময় ওয়াচ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যালয়ের বাইরের সড়ক আগুন ধরিয়ে দেওয়ায় মিশনের রক্ষীরা ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগেছেন।

ইসরায়েলি সৈন্যরা দুটি ট্যাংক নিয়ে মিশনের গেট ভেঙে এর আঙিনায় ঢুকে পড়ে। এ ছাড়া ইসরায়েলি বাহিনী মিশনকে এলাকা ছেড়ে চলে যেতে পর্যন্ত বলেছে।

অন্যদিকে, ২৯ অক্টোবর লেবাননের নাকৌরা শহরে জাতিসংঘের মিশনে হিজবুল্লাহর সহযোগী দল রকেট হামলা করেছে। এতে করে অস্ট্রিয়ার ৮ সৈন্য আহত হয়েছেন বলে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়।

এর আগে ১৬ অক্টোবর ইসরায়েলি সেনারা কেফার কিলায় অবস্থানরত শান্তিরক্ষী বাহিনীদের লক্ষ করে হামলা করে।