বিশ্বব্যাপী জনপ্রিয় জার্মান গাড়ি নির্মাতা কোম্পানি ‘অডি’ চীনে তাদের আইকনিক ‘চার রিং’ এর লোগো পরিবর্তন করেছে।
সোমবার (২৫ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জার্মান গাড়ি নির্মাতা কোম্পানি অডি চীনে তাদের আইকনিক লোগো পরিবর্তন করেছে।
সাংহাইতে নতুন গাড়ি প্রদর্শনীতে নতুন গাড়ি ই কনসেপ্ট ইলেক্ট্রিক স্পোর্টব্যাকে তাদের আইকনিক লোগো রাখেনি। গাড়িটির সামনে অংশে শুধু `AUDI' লিখা ছিল।
চীনে এই পরিবর্তন হলেও ইন্টারনেট দুনিয়ায় ব্যবহারকারীদের মধ্যে বেশ আলোচনা সৃষ্টি করেছে তাদের এই পদক্ষেপ।
ব্যবহারকারীদের মধ্যে একজন জানান, সবাই অডির লোগো জানে। নতুন এই পদক্ষেপ কোনোভাবেই ভালো নয়।
তবে, বিশ্বজুড়ে অল্প বয়স্ক গ্রাহকদের আকৃষ্ট করার জন্য চীনা অটোমেকার SAIC এর সঙ্গে একটি প্রকল্পের অংশ হিসেবে অডি এই লোগো পরিবর্তন করেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, চায়না অ্যাসোসিয়েশন অফ অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের তথ্য অনুসারে, অডি ২০২৪ সালের প্রথম নয় মাসে চীনে ১৫হাজারেরও কম ইভি বিক্রি করেছে। অন্যদিকে, চাইনিজ প্রিমিয়াম ইভি ব্র্যান্ড Nio এবং Xpeng যথাক্রমে প্রায় ১০ গুণ ও ৭ গুণ বেশি বিক্রি করেছে।