বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ মারা গেলেন

, ফিচার

ফিচার ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-27 16:14:21

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে খেতাব পাওয়া ব্রিটিশ নাগরিক জন আলফ্রেড টিনিসউড মারা গেছেন। ১১২ বছর বয়সী জন গত সোমবার (২৫ নভেম্বর) ইংল্যান্ডের সাউথপোর্টের একটি কেয়ার হোমে (সেবা কেন্দ্র) মারা যান। মৃত্যুর বিষয়টি তাঁর পরিবার নিশ্চিত করেছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবিসি জানায়, জনের আগে এই তকমা ছিলো ভেনেজুয়েলার নাগরিক হুয়ান ভিসেন্টে পেরেজ'র দখলে। তিনি ১১৪ বছর বয়সে মারা যান। তাঁর মৃত্যুর পরই চলতি বছরের এপ্রিলে এই রেকর্ডের মালিক হন ব্রিটিশ নাগরিক জন। তিনি একজন লিভারপুল ফুটবল ভক্ত ছিলেন।

তাঁর পরিবার এক বিবৃতিতে জানায়, টিনিসউডের শেষ দিনটি ছিল সঙ্গীত এবং ভালোবাসায় ঘেরা। তাঁর অনেক সূক্ষ্ম গুণাবলী ছিল। তিনি ছিলেন একাধারে বুদ্ধিমান, বিচক্ষণ, সাহসী, যেকোনো সংকটে শান্ত, গণিতে মেধাবী ও একজন সদালাপী। এই গুণগুলো তাঁকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল আর্মি পেস কর্পসে চাকরিরত অবস্থায় সুবিধা দিয়েছিল। সেখানে তিনি হিসাবরক্ষণ ও নিরীক্ষণ, আটকে পড়া সেনাদের শনাক্ত করা এবং খাদ্য সরবরাহের ব্যবস্থা করার মতো কাজের সঙ্গে জড়িত ছিলেন।

জন টিনিসউড ১৯১২ সালের ২৬ আগস্ট যুক্তরাজ্যের লিভারপুলে অ্যাডা এবং জন বার্নার্ড টিনিসউডের ঘরে জন্মগ্রহণ করেন। ওই বছরই আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ ডুবেছিল। ২০২০ সালে তিনি যুক্তরাজ্যের সবচেয়ে বয়স্ক ব্যক্তির খেতাব পেয়েছিলেন।

তাঁর পরিবার বলছে, জন ব্লুন্ডেলস্যান্ডস ইউনাইটেড রিফর্ম চার্চের একজন অগ্রজ স্বেচ্ছাসেবক ছিলেন। সেখানে তিনি ধর্মোপদেশও দিয়েছিলেন।

মৃত্যুর আগে টিনিসউড বিবিসিকে বলেছিলেন, তিনি একজন যুবক হিসাবে বেশ সক্রিয় ছিলেন এবং অনেক হাঁটাচলা করেছিলেন। তবে এতো বছর বেঁচে থাকার আশীর্বাদ তিনি কিভাবে পেয়েছেন তা জানেন না।

প্রিয় লিভারপুল ফুটবল ক্লাবটি তাঁর জন্মের ২০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। বেঁচে থাকা অবস্থায় তিনি ক্লাবটির ৬৬টি শীর্ষ ট্রফির মধ্যে মাত্র দুটি ট্রফি মিস করেছেন।১৯০১ ও ১৯০৬ ছাড়া ক্লাবটির জেতা সব কটি ট্রফির ম্যাচ উপভোগ করেছেন তিনি।

শতবর্ষ পূর্ণ হওয়ার আগ মুহূর্তে তিনি সাউথপোর্টের হলিস রেস্ট কেয়ার হোমে চলে গিয়েছিলেন। সেখানেই জীবনের বাকি সময়টা কাটান। ২০১২ সালে ১০০ বছরে পরিণত হওয়ার পর থেকে ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ তাঁকে শুভেচ্ছা কার্ড পাঠাতেন। এরপর তিনি রাজা তৃতীয় চার্লস থেকে এ কার্ড পেতেন। 

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ ছিলেন জাপানের জিরোইমন কিমুরা। তিনি ১১৬ বছর ৫৪ দিন বেঁচে ছিলেন। ২০১৩ সালে তাঁর মৃত্যু হয়। বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী ও মানুষ জাপানের ১১৬ বছর বয়সী তোমিকো ইতোকা।

Related News