হারানো কুকুরের খোঁজ মিলল বাড়ি থেকে ৬৪৩ কিলোমিটার দূরে!

, ফিচার

ফিচার ডেস্ক, বার্তা২৪.কম | 2024-12-14 15:20:49

যুক্তরাষ্ট্রের ওরেগন আশ্রয়কেন্দ্র থেকে নিখোঁজ হওয়া একটি পোষা কুকরকে (পিগ ডগ) তিন সপ্তাহ পর ৪০০ মাইলেরও (৬৪৩ কিলোমিটার) বেশি দূরের এক স্থান থেকে উদ্ধার করা হয়েছে। হারিয়ে যাওয়া ওই কুকুরটির নাম ব্রুনো।   

মার্কিন সংবাদ সংস্থা ইউপিআই'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ব্রুনোর মালিক লরেঞ্জো জানান, গত ৮ নভেম্বর ডগ সিটারের (কুকুরের মালিক দূরে থাকাকালীন যিনি প্রাণীদের দেখাশোনা করেন) সঙ্গে তাকে রেখে যাই। তাকে ফাঁকি দিয়ে কুকুরটি পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। পরে ব্রুনোকে ৪০০ মাইল দূরে পাওয়া যায়। এতোদূর সে কীভাবে পারি দিলো সেটাই আশ্চর্যের বিষয়। 

বেন্ডের সেন্ট্রাল ওরেগনের হিউম্যান সোসাইটি জানিয়েছে, ৬ বছর বয়সী কুকুরটিকে ৪০০ মাইলেরও বেশি দূরের স্থান স্যাক্রামেন্টো থেকে উদ্ধার করা হয়েছে। ব্রুনোকে একটি মাইক্রোচিপের মাধ্যমে স্ক্যান করে শনাক্ত করা হয়েছিল।

হিউম্যান সোসাইটি আরও জানায়, কুকুরটি তিন সপ্তাহ আগে নিখোঁজ হয়েছে। পরে দক্ষিণ বেন্ডের একটি এএম/পিএম গ্যাস স্টেশনে তাকে পাওয়া যায়। এই তিন সপ্তাহ ব্রুনো কীভাবে কাটিয়েছে এবং ৪০০ মাইলেরও বেশি পথ পারি দিয়েছে তা রহস্যজনক একটি বিষয়।

কুকুরটিকে অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলেও আশ্রয় কেন্দ্রটি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে উল্লেখ করেছে।

Related News