শহুরে পরিবেশে গ্রামীণ ছোঁয়া, পিঠা-পুলিতে লালমাটিয়ায় পৌষ মেলা

, ফিচার

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-01-13 19:51:37

বারো মাসে তেরো পার্বণের দেশ বাংলাদেশ। বাংলা নববর্ষ অনুসারে বৈশাখ দিয়ে সূচনা হয় বাঙালিদের হাজার বছরের সাংস্কৃতিক উৎসব। বছর জুড়ে নানা পার্বণের আয়োজন ইতি টানে চৈত্র সংক্রান্তিতে। 

চৈত্র সংক্রান্তির খানিকটা আগেই গ্রাম বাংলার ঘরে ঘরে শুরু হয় পিঠা উৎসব। শীতকালকে কেন্দ্র করে কুয়াশামাখা ভোরে উনুনের পাশে বসে পিঠা-পুলিতে মেতে ওঠা গ্রাম বাংলার নিত্তনৈমিত্তিক উৎসব। ইংরেজি নববর্ষ অনুসারে ডিসেম্বরে বিদ্যালয়গামী শিক্ষার্থীদের পরীক্ষা শেষ হওয়ার সুবাদে শীতকালীন পিঠার উৎসব আরো জমে ওঠে। 

গ্রাম বাংলার এই চিত্র সাধারণ হলেও ইট পাথরের শহুরে পরিবেশে অনেকটাই অপরিচিত। চার দেয়ালে বন্দী এই পরিবেশে উনুনের পাশে বসে পিঠা খাওয়া প্রায় অকল্পনীয়। 

তাই, শহরের বিভিন্ন স্থানে ব্যস্তময় মানুষের মনে কিঞ্চিৎ প্রশান্তি আনার লক্ষ্যে আয়োজন করা হয় নানা উৎসবের। শীত ঋতুকে কেন্দ্র করে তেমনিভাবে রাজধানীর লালমাটিয়ায় আয়োজিত হয়েছে পৌষ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। 

শত শত দর্শনার্থীর ভিড়ে মিলন মেলায় পরিণত হয় এই মেলা প্রাঙ্গন। বয়োবৃদ্ধ থেকে শিশু-কিশোর, নারী ও পুরুষ সকলেই বেশে উচ্ছ্বাসের সঙ্গে মেলায় অংশগ্রহণ করেছে। পৌষ মেলায় বিক্রেতা বিভিন্ন জানা-অজানা পিঠা, বাদ্যযন্ত্র, পোশাক, তৈজসপত্রসহ প্রায় পঞ্চাশোর্ধ স্টল বসেছে মেলা প্রাঙ্গণে।

লালমাটিয়ার পৌষ মেলায় সাংস্কৃতিক সন্ধ্যা, ছবি: বার্তা২৪.কম

এখানে, ধোঁয়া ওঠা গরম পিঠা সেভাবে না পাওয়া গেলেও ব্যবসায়ীরা হরেক রকমের পিঠার পসরা সাজিয়ে বসেছে। হরেক রকমের পিঠার এই উৎসবে পাওয়া যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠাও। 

জুরাইন থেকে নানা রকমের পিঠার পসরা সাজিয়ে বসেছেন মেহেদী পিঠা ঘরের স্বত্ত্বাধিকারি মাসুদ৷ মেলা উপলক্ষে ঝাল কলি, নারকেল কলি, চিংড়ি পিঠা, ইলিশ পিঠা, চিকেন কলি, পাটিসাপটা, পান নকশি, মুগ পাকন, খেজুর পিঠা, লবঙ্গ লতিকা, মালপোয়া সহ আরও বেশ কিছু পিঠা নিয়ে আসছেন তিনি।

কাশ্মীরী টেস্টের স্বত্ত্বাধিকারি রুশি আলতামাস। মেলা উপলক্ষে তিনি এনেছেন বাটি চাট ও দই বড়া, পুডিং, পাপড়ি চাট, নারকেলেড় পুলিক্স চিকেন, স্প্রিং রোল চিকেন পুলি, চিকেন কাবাব।

শহরের এই মেলায় শুধু যে পিঠাই পাওয়া যায় এমনও নয়। হস্তশিল্পীদের কারুকার্যে তৈরিকৃত নানা ধরণের পণ্য বিক্রি হয় এখানে। এরকম এক ব্যবসায়ী হলেন শরীফ৷ তার দোকানে পাট দিয়ে বানানো ব্যাগ, ক্যাপ ও বিভিন্ন রকমের খাবারের পসরা সাজিয়ে বসেছেন। 

লালমাটিয়ার পৌষ মেলায় হরেক রকমের বাদ্যযন্ত্র, ছবি: বার্তা২৪.কম

শীতের শেষ দিকে পরিবারের সদস্যদের নিয়ে মেলায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত ঢাকায় বসবাসকারীরাও। এমন ই একজন হলেন আলতাফ হোসেন। তিনি তার সন্তানকে নিয়ে এসেছেন এই পৌষ মেলায়। মেলা ঘুরে দেখছিলেন পাশাপাশি সন্তানের আবদারে কিনতে হচ্ছিলো নানান কিছু।

আলতাফ হোসেন জানান, বাচ্চাদের মনোজগত পরিবর্তনে অথবা যদি বলি দেশের সংস্কৃতি সম্পর্কে জানানোর সুযোগ খুব একটা পাওয়া যায় না। মেলায় এসে বাচ্চাকে অনেক কিছু চেনাতে পারছি, সেও আনন্দ পাচ্ছে। ভালই লাগছে মেলায় এসে।

তালিব রাফি নামের এক শিক্ষার্থী বলেন, কয়েকদিন আগে মেলার কথা শুনে অপেক্ষায় ছিলাম আজকের দিনের জন্য। আজকে এসে ভাল লাগছে। অন্যদিন আসি ক্লাস করতে, আজ বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে আবার অনেক কিছু দেখছি, খেতে পারছি, সব মিলিয়ে ভালই লাগছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাসায় ফিরবো।

Related News