ইসরায়েলের ১১ দিনের সহিংসতায় ১০০ লেবানিজ শিশু নিহত

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-06 18:15:54

লেবাননে ইসরায়েলের হামলার পর থেকে গত ১১ দিনে ড্রোন, মিসাইল এবং জেট ফাইটারের হামলায় ১০০ লেবানিজ শিশু নিহত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর থেকে দেশটিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল।

রোববার (৬ অক্টোবর) জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউসেফ-এর বরাত দিয়ে ইরানের সংবাদসংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) এ খবর জানায়।

খবরে বলা হয়, ইউনিসেফ ৫ অক্টোবর মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানায়, ২৪ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পর্যন্ত মোট ১১ দিনের সহিংসতায় লেবাবনে ১শ শিশু নিহত হয়েছে। এ ছাড়া বিগত ৬ সপ্তাহে ৬শ ৯০ জন শিশু আহত হয়েছে।

এ হতাহতের পর ইউনিসেফ এবং এর অংশীজন সংস্থার মাধ্যমে জরুরি সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানানো হয়।

এদিকে, ইউনিসেফের ওয়েবসাইটে জানানো হয়, লেবাননে সহিংসতায় এখন পর্যন্ত হাজার হাজার শিশু তাদের ঘরবাড়ি হারিয়েছে।

হাজার হাজার শিশু ও তাদের পরিবার-পরিজন রাস্তায় বসবাস করতে বাধ্য হচ্ছে। অনেকে ঘরবাড়িতে খাবার-দাবার না থাকায় অন্যখানে চলে গেছে। ঘণ্টায় ঘণ্টায় সেখানে মানবিক সংকট আরো ঘনীভূত হচ্ছে।

Related News