শিখ বিচ্ছিন্নতাবাদী হত্যার ষড়যন্ত্রের নেপথ্যে অমিত শাহ, অভিযোগ কানাডার

বিবিধ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-10-30 13:31:53

কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার ষড়যন্ত্রের পেছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে দেশটির সরকার।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অমিত শাহ ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ মিত্র। তিনিই কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার ষড়যন্ত্রের পেছনে ছিলেন বলে মঙ্গলবার (২৯ অক্টোবর) অভিযোগ করেছে জাস্টিন ট্রুডোর সরকার।

এর আগে, কানাডা সরকার শিখ নেতাদের হত্যা ও হত্যার ষড়যন্ত্রের পেছনে ভারতীয় কূটনীতিক ও গোয়েন্দা কর্মকর্তাদের হাত থাকার অভিযোগ করেছে। যদিও ভারত সরকার কানাডার এসব অভিযোগ ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছে।

ওয়াশিংটন পোস্ট পত্রিকার খবরে বলা হয়, কানাডিয়ান কর্মকর্তারা অভিযোগ করেছেন শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে সহিংসতা ও ভয় দেখানোর পেছনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জড়িত ছিলেন।

মঙ্গলবার কানাডার উপ-পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মরিসন এক পার্লামেন্টারি প্যানেলে বলেছেন, তিনি মার্কিনভিত্তিক সংবাদপত্রকে বলেছেন যে অমিত শাহ এই চক্রান্তের পিছনে ছিলেন।

মরিসন কমিটিকে বলেন, ওয়াশিংটন পোস্ট পত্রিকার সাংবাদিক আমাকে ফোন করে জানতে চান, তিনি (শাহ) সেই ব্যক্তি কিনা। আমি নিশ্চিত করেছি যে এটি সেই ব্যক্তি। তবে মরিসন এর বেশি কোনো তথ্য বা প্রমাণ দেননি।

এ বিষয়ে অটোয়ায় ভারতের হাইকমিশন এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ভারত শিখ বিচ্ছিন্নতাবাদীদের ‘সন্ত্রাসী’ এবং দেশের নিরাপত্তার জন্য হুমকি বলে আখ্যা দিয়েছে। শিখ বিচ্ছিন্নতাবাদীরা ভারতের বাইরে ‘খালিস্তান’ নামে একটি স্বাধীন মাতৃভূমি দাবি করে আসছে। ১৯৮০ এবং ১৯৯০-এর দশকে ভারতে শিখদের বিদ্রোহে কয়েক হাজার মানুষ নিহত হয়। ১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হত্যার পর শিখবিরোধী দাঙ্গায় হাজার হাজার মানুষ নিহত হয়। ইন্দিরা গান্ধী শিখ বিচ্ছিন্নতাবাদীদের দমন করতে ভারতে শিখদের পবিত্র উপাসনালয়ে (পাঞ্জাবের স্বর্ণমন্দির) অভিযান চালানোর আদেশ দিয়েছিলেন।

২০২৩ সালে কানাডার মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার সঙ্গে ভারতীয় কূটনীতিকদের সম্পৃক্ততার অভিযোগ তুলে কানাডা চলতি অক্টোবরের মাঝামাঝি সময়ে ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করে। যার জেরে ভারতও কানাডার কূটনীতিকদের বহিষ্কারের নির্দেশ দিয়েছে।

বিদেশের মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদীদের ভারতের কথিত লক্ষ্যবস্তুতে কানাডার মামলাই একমাত্র উদাহরণ নয়।

Related News