যুক্তরাষ্ট্রে ভূমিকম্পের আঘাত

  • আন্তর্জাতিক ডেস্ক ,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

স্থানীয় সময় বুধবার (৩০ অক্টোবর) এই ভূমিকম্পটি হয়েছে। তবে এটির প্রভাবে সুনামির সতর্কতা জারি করা হয়নি। 

বিজ্ঞাপন

ইউএসএ টুডে এক প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটি ওরেগন অঙ্গরাজ্যে থেকে ২৭৯ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরের তলদেশের ফল্টলাইনে সংঘটিত হয়েছে। রিখটার স্কেলে যেটির মাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ০।

ওরেগন অঙ্গরাজ্যের অসংখ্য মানুষ এই ভূমিকম্প টের পেয়েছেন। বিশেষ করে ব্যান্ডন শহরের বাসিন্দারা তীব্র ঝাঁকুনি অনুভব করেন। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি।

উল্লেখ্য, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো সতর্কতা জারি করা হয় নি।