ইরানকে সতর্ক করে যা বললেন আইডিএফ প্রধান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-30 16:02:45

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান হার্জি হালেভি ইরানকে সতর্ক করে বলেছেন, গত ১ অক্টোবরে ইরানের হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েল হামলা করেছে। তবে ইরান যদি আবার প্রতিশোধ নিতে হামলা চালায় তাহলে ইসরায়েল আরও কঠোর হয়ে হামলা চালাবে।

বুধবার (৩০ অক্টোবর) দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

দক্ষিণ ইসরায়েলে বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে এয়ার ক্রুদের সঙ্গে সাক্ষাত করার সময় হালেভি বলেন, ইরান যদি আবার ভুল করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে তা হবে তাদের বড় ভুল। আমরা জানি ইরানে কীভাবে হামলা চালাতে হবে।

হালেভি হুঁশিয়ারি দিয়ে বলেন, তখন ইসরাইল ইরানের কাছে এমন সক্ষমতা নিয়ে পৌঁছবে যা আগে ব্যবহার করা হয়নি। এরপর দেশটির উল্লেখযোগ্য স্থানগুলোতে অত্যন্ত কঠোরভাবে হামলা চালানো হবে।

এতে ইরানের ক্ষেপণাস্ত্র কারখানাও অন্তর্ভুক্ত থাকতে পারে বলেও জানিয়েছেন আইডিএফ প্রধান।

Related News