ব্যক্তিগত সফরে ফের বেঙ্গালুরুতে চার্লস-ক্যামিলা

, আন্তর্জাতিক

ডেস্ক রিপোর্ট, বার্তা২৪.কম | 2024-10-30 19:25:04

স্বাস্থ্য উদ্ধারে রানী ক্যামিলাকে সঙ্গে নিয়ে তিন দিনের ব্যক্তিগত সফরে বেঙ্গালুরু ঘুরে গেলেন ব্রিটেনের রাজা চার্লস। গত বছরের ৬ মে যুক্তরাজ্যের রাজা হিসাবে তাঁর রাজ্যাভিষেকের পরে এই শহরে এটিই তাঁর প্রথম সফর।

বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি একটি সূত্রের বরাতে এ খবর জানিয়েছে। সফরে আয়ুর্বেদ চিকিৎসার একনিষ্ঠ সমর্থক ব্রিটেনের রাজা চার্লস একটি সমন্বিত চিকিৎসাসেবা গ্রহণ করেন। তার সঙ্গে ছিলেন রানী ক্যামিলা। এমন সময়ে তাঁরা এই সফর করেন, যখন ভারতজুড়ে ৯ম আয়ুর্বেদ দিবস উদযাপিত হচ্ছে।   

সফরকালে বিশিষ্ট এই দম্পতি বেঙ্গালুরুর হলিস্টিক হেলথ সেন্টারে যোগব্যায়াম, ধ্যান সেশন এবং থেরাপি সহ পুনরুজ্জীবনের জন্য বিভিন্ন চিকিৎসা নেন। নিরোগ স্বাস্থ্যের জন্য ইতিপূর্বে একাধিকবার আয়ুর্বেদ ও প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতিকে বেছে নেন রাজা চার্লস। এবারের সফরে তাদের সকালের রুটিনে অন্তর্ভুক্ত ছিল যোগ সেশন।

এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানায়, ‘বিভিন্ন অসুস্থতায় সুস্থতার জন্য নেওয়া চিকিৎসার অংশ হিসাবে তাদের জন্য ছিল বিশেষ ডায়েট। পুনরুজ্জীবনের চিকিৎসা পদ্ধতিতে ধ্যান ও থেরাপিও অন্তর্ভুক্ত ছিল।’

‘৩০ একর এক বিস্তৃত ক্যাম্পাসের চারপাশে দীর্ঘ হাঁটা ও জৈব খামার পরিভ্রমণ উপভোগ করেছেন রাজা চার্লস ও রাণী ক্যামিলা। তিন দিন থেকে আজ সকালে (বুধবার) শহর ছেড়ে গেছেন চার্লস দম্পতি’-বলেন ওই কর্মকর্তা।

বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের কাছে সামেথানাহল্লির আন্তর্জাতিক হলিস্টিক সেন্টার ‘সৌক্য’-তে রাজা চার্লসের এটাই প্রথম সফর নয়। তিনি এখানে ২০১৯ সালে তাঁর ৭১ তম জন্মদিন উদযাপন করেছেন এখানে।

আন্তর্জাতিক হলিস্টিক সেন্টার ‘সৌক্য’র পরিচালক ডাঃ ইসাক মাথাই, যিনি যুক্তরাজ্যের রাজা হিসাবে চার্লসের রাজ্যাভিষেকে ভারত থেকে আমন্ত্রিত কয়েকজন ব্যক্তির মধ্যে অন্যতম।

বহু বছর ধরে ব্রিটিশ রাজ পরিবারের এই কর্ণধার বছরের পর বছর ধরে আয়ুর্বেদের একজন একনিষ্ঠ সমর্থক। যোগ ব্যায়ামের উপর প্রমাণ-ভিত্তিক গবেষণার জন্য বৈশ্বিক নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে একটি নতুন আয়ুর্বেদিক সেন্টার অফ এক্সিলেন্স চালু করার জন্য ২০১৮ সালের এপ্রিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাজ্য সফরের সময় সেই কর্মসূচিতে যোগ দিয়ে নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেছিলেন চার্লস।

Related News