জন্মহার বৃদ্ধিতে আর্থিক প্রণোদনা দেবে সিউল গভর্নমেন্ট

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-30 21:13:02

জন্মহার বৃদ্ধি করতে দম্পতিকে আর্থিক প্রণোদনা দেওয়ার ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়ার সিউল সিটি গভর্নমেন্ট। এজন্য সিউল সিটি গভর্নমেন্ট ৬.৭ ট্রিলিয়ন ওয়ন (৬.৪ বিলিয়ন সিঙ্গাপুর ডলার) ঘোষণা করেছে।

সদ্য বিবাহিত দম্পতি এবং যাদের সন্তান কম এবং যাদের সন্তান জন্মদানে সমস্যা আছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে তাদের এ আর্থিক প্রণোদনা দেওয়া হবে বলে জানা গেছে।

বুধবার (৩০ অক্টোবর) সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইম এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, মঙ্গলবার সিউল সিটি গভর্নমেন্ট এক ঘোষণায় জানায়, দম্পতিদের সন্তান সংখ্যা বাড়াতে ৬.৭ ট্রিলিয়ন ওয়ন (৬.৪ বিলিয়ন সিঙ্গাপুর ডলার) আর্থিক প্রণোদনা হবে। এ আর্থিক প্রণোদনা ২০২৫ ও ২০২৬ সাল পর্যন্ত ব্যয় করবে সিউল সিটি গভর্নমেন্ট।

দক্ষিণ কোরিয়ায় সন্তান সংখ্যা বাড়াতে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে সিউল সিটি গভর্নমেন্ট একটি কর্মসূচি হাতে নেয়। এরই দ্বিতীয় দফা ২০২৫ সালের জানুয়ারি থেকে বাস্তবায়ন শুরু হয়ে চলবে ২০২৬ সাল পর্যন্ত।

এ জন্য নতুন আরো ৩৫টি উদ্যোগ গ্রহণ করেছে সিটি গভর্নমেন্ট। এগুলি নিয়ে মোট নীতির সংখ্যা দাঁড়ালো ৮৭টিতে।

যারা নতুন বিয়ে করে করেছেন কিংবা যাদের বাড়ি নেই, তাদের সন্তান সংখ্যা বৃদ্ধিতে বাড়ি তৈরি বাবদ প্রতি মাসে ৩০ হাজার ওয়ন করে মোট ৭ লাখ ২০ হাজার ওয়ন ভর্তুকি দেওয়া হবে।

এই কর্মসূচির প্রথম বছরে ১ হাজার ৩শ ৮০ পরিবারকে এবং ২০২৬ সালের শুরু নাগাদ ৪ হাজার ১শ ৪০ পরিবারকে আর্থিক প্রণোদনা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে সিউল সিটি গভর্মেন্টের ঘোষণায় জানানো হয়।

Related News