ইউএনআরডব্লিউএ'র কার্যক্রম নিষেধাজ্ঞায় অধিবেশনে বসছে আরব লীগ

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-31 10:44:55

ইসরায়েলের মূল ভূখণ্ড এবং ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যক্রম নিষিদ্ধ করেছে ইসরায়েল সরকার। এ সিদ্ধান্তের নিন্দা জানিয়ে আরব লীগের নেতারা আজ বৃহস্পতিবার এক জরুরি অধিবেশনে বসছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

আল জাজিরা জানায়, ইসরায়েলের অধিকৃত অঞ্চলে কাজ করা ইউএনআরডব্লিউএ-কে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল। এ সিদ্ধান্তকে মোকাবিলা করতে আরব লীগের সদস্য দেশগুলো আজ একত্রিত হবে।

এক বিবৃতিতে আরব লীগ জানায়, ইয়েমেনের নেতৃত্বে ও জর্ডানের অনুরোধে নিষেধাজ্ঞার বিষয়ে একটি ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া তৈরি করতে এক অধিবেশন ডাকা হয়েছে। সংস্থাটির সদর দফতর মিশরের কায়রোতে স্থায়ী প্রতিনিধিদের নিয়ে শুরু হবে এ বৈঠক।

এর আগে গত সোমবার (২৮ অক্টোবর) জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যক্রম নিষিদ্ধ করে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে একটি ‘বিতর্কিত’ বিল পাস হয়েছে। বিলে বলা হয়েছে, ইসরায়েলের মূল ভূখণ্ড এবং ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে সংস্থাটি কার্যক্রম চালাতে পারবে না।

গাজায় চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের জীবন রক্ষাকারী হিসেবে ধরা হয় জাতিসংঘের এই সংস্থাকে। যুদ্ধের একেবারে শুরু থেকে অতিপ্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা সামগ্রী নিয়ে গাজাবাসীর পাশে রয়েছে ইউএনআরডব্লিউএ।

Related News