উদ্ধার কাজে আরও ৫০০ সৈন্য পাঠানো হচ্ছে ভ্যালেন্সিয়ায়

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-02 15:41:07

প্রবল বন্যায় ২শ জনের মৃত্যু ও অবকাঠামোসহ শহর কাদায় ডুবে যাওয়ার পর স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে আরো ৫শ সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (২ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

খবরে বলা হয়, স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে সোমবার (২৮ অক্টোবর) ভারী বৃষ্টির পর প্রবল বন্যায় ২শ জনের প্রাণহানির ঘটনা ঘটে। এতে করে বাড়িঘর ও সেতু ক্ষতিগ্রস্ত হয়। মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে।

সেইসঙ্গে খাদ্য সংকট, পানির অভাবসহ ইলেক্ট্রিক সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। উদ্ধারকর্মীদের পাশাপাশি ১ হাজার ৭শ সৈন্য উদ্ধার তৎপরতায় কাজ করে যাচ্ছেন।

তবে এলাকাবাসীর অভিযোগ, সরকার ভুক্তভোগীদের জন্য যথেষ্ট কিছু করছে না। এ সমালোচনার পর স্পেন সরকার উদ্ধার তৎপরতায় অংশ নিতে আরো ৫শ সৈন্য পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে।

ভ্যালেন্সিয়ার এক সাংবাদিক প্যাকো পোলিট বিবিসিকে বলেন, নতুন সৈন্যরা ভারী যন্ত্র, বুলডোজার, ট্রাক এনেছে যাতে উদ্ধার তৎপরতা কাজ আরো জোরদারভাবে করা যায়।

৪০ বছর বয়েসি আম্পারো অ্যান্ড্রিজ নামে এক নারী ব্যবসায়ী বলেন, আমার ঘরে গলাসমান পানি অবস্থান করছে। আমার ধারণা আমি হয়ত মারা যাচ্ছি।

তিনি বলেন, আমি এখনো বেঁচে থাকলেও আমি আমার ব্যবসা, বাড়ি সব কিছুই হারিয়েছি। অথচ সরকার আমাদের জন্য তেমন কিছু করছে না। শুধুমাত্র তরুণেরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।

Related News