জেন-জিকে ভালোবাসি: কমলা হ্যারিস

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সবচেয়ে আলোচিত, বিতর্কমূলক যুক্তরাষ্ট্রের এবারকার প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। সবার প্রশ্ন এবার কি মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট পাবে নাকি দ্বিতীয় মেয়াদে জয় পেয়ে ক্ষমতায় বসবেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প।

শেষ মুহূর্তে ভোটার টানতে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের প্রচারশিবিরের পক্ষ থেকে নানা কৌশল গ্রহণ করা হয়েছে। তাদের লক্ষ্য জেন–জি প্রজন্মকে কাছে টানা। ১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তাদেরই বলা হয় জেন-জি বা জেনারেশন জেড। বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স ১২ থেকে ২৭ বছর। যুক্তরাষ্ট্রে ভোটার হতে গেলে সর্বনিম্ন ১৮ বছর বয়স হতে হয়।

বিজ্ঞাপন

উইসকনসিনে এক জনসভায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, আমি জেনারেল জেডকে (জেন–জি) ভালোবাসি, আমি সত্যিই ভালোবাসি।

জেন–জিকে নিয়ে গর্বিত উল্লেখ্য করে তিনি আরও বলেন, তরুণরা বন্দুক সহিংসতা এবং জলবায়ু সংকটের বিষয়ে পরিবর্তন চায়। এজন্য তারা অধৈর্য হয়ে উঠেছে। তরুণদের এ দাবি পূরণে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান কমলা।

বিজ্ঞাপন

বক্তব্যের শেষে কমলা হ্যারিস তার সমর্থকদের প্রতি আহ্বান জানান, তারা যেন ভোটারদের দরজায় কড়া নাড়ে, তাদের বন্ধুদের মেসেজ করে এবং তাদের পরিবারকে বাইরে যেতে এবং ভোট দিতে বলে।

কমলার ভাষায়, আপনার ভোট আপনার ভয়েস এবং আপনার ভয়েস আপনার শক্তি।

কমলা আজ রাতে আবারও মিলওয়াকির জনসভার মঞ্চে উপস্থিত হবেন। সেখানে র‌্যাপার কার্ডি বি-এর সাথে বক্তৃতা করবেন তিনি। ট্রাম্পও ঘরে বসে থাকবেন না। একই সময় মিলওয়াকিতে পৃথক স্থানে তার সমাবেশ করার কথা রয়েছে।