গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, ৫০ শিশুসহ নিহত ৮৪

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ৫০ শিশুসহ নিহত ৮৪

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ৫০ শিশুসহ নিহত ৮৪

ফিলিস্তিনের উত্তর গাজায় দুটি আবাসিক ভবনে ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। হামলায় ৫০ শিশুসহ ৮৪ জন নিহত হয়েছেন।

শনিবার (০২ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞাপন

গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, উত্তর গাজার দুটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় ৫০ জনেরও বেশি শিশুসহ ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। 

এদিকে ইসরায়েলি বিমান হামলায় উত্তর-পূর্ব লেবাননে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ'র পৃথক রকেট হামলায় চার বিদেশী কর্মী এবং তিন ইসরায়েলিসহ ৭ জন নিহতের খবর পাওয়া গেছে। যা ইসরায়েলি বেসামরিক নাগরিকদের জন্য কয়েক মাসের মধ্যে সবচেয়ে মারাত্মক ঘটনা।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ২৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ এক হাজার ২৭ জন।

অপরদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৮৬৭ জনে। এছাড়াও আহত হয়েছেন আরও ১৩ হাজার ৪৭ জন।