লেবাননে ইসরায়েলি হামলায় শতাধিক স্বাস্থ্যকর্মী নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লেবাননে ইসরায়েলি হামলায় শতাধিক স্বাস্থ্যকর্মী নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় শতাধিক স্বাস্থ্যকর্মী নিহত

লেবানন জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এখন পর্যন্ত শতাধিক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। 

শুক্রবার (১ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞাপন

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ডাব্লুএইচও (WHO) জানিয়েছে, সেপ্টেম্বরের শেষের দিক থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ১০০ জনেরও বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে।

তবে নিহতের প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হতে পারে বলে জানিয়েছেন ডাব্লুএইচও'র কর্মকর্তা মার্গারেট হ্যারিস।

বিজ্ঞাপন

এদিকে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গাজা ও লেবাননজুড়ে আরও ৮৯ জনের প্রাণহানি ঘটেছে। 

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ২৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ এক হাজার ২৭ জন।