ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোর নিহত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতীয় খাসিয়া নাগরিকের গুলিতে অবৈধভাবে সে দেশে প্রবেশকারী মো.মারুফ মিয়া (১৬) নামের বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে সিলেটের জৈন্তাপুর সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে। নিহত কিশোর মো.মারুফ মিয়া (১৬) জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

তিনি জানান, বুধবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস-এর ৬০গজ ভারতের অভ্যন্তরে মারুফ মিয়াসহ কয়েকজন খাসিয়াদের সুপারি বাগানে প্রবেশ করে। এসময় খাসিয়াদের সঙ্গে তাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়। এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক একনলা গাঁদা বন্দুক দিয়ে ১ রাউন্ড গুলি করে।

বিজ্ঞাপন

পরে মারুফকে তার সঙ্গীরা আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে এবং পরিবারের সদস্যরা তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বিকাল ৩টার হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এই ঘটনার পর বিজিবি আনুষ্ঠানিকভাবে বিএসএফকে প্রতিবাদ জানায়। বিজিবি কোম্পানি কমান্ডার বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি প্রেরণ করেন। এছাড়া সিলেট ব্যাটালিয়নের (৪৮বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান ভারতীয় ৪ বিএসএফের কমান্ড্যান্টের সাথে আলোচনা করেন ও অপরাধীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব‍্যবস্থা গ্রহণের জন্য বলেন।