ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ এবং গাজার হামাসসহ এই অঞ্চলে ইরানের মিত্র দেশগুলোকে একত্র হয়ে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি।
শনিবার (২ নভেম্বর) তেহরানে এক ছাত্র সমাবেশে তিনি মিত্র দেশগুলোকে এ আহ্বান জানান।
ছাত্র সমাবেশে তিনি বলেন, "ইসরায়েলের মিত্র দেশগুলোকে জানা উচিত ইরান কী করতে পারে। ইসরায়েল যে ভুল করেছে তার দাঁতভাঙা জবাব তারা অবশ্যই পাবে।"
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আরও বলেন, তাদের বিরুদ্ধে লড়াই করা আমাদের ধর্মীয় কর্তব্য। কারণ তারা মুসলিম দেশগুলোকে অপমানিত করেছে এবং তাদের উপর অর্থনৈতিক, সামরিক এবং সাংস্কৃতিক আধিপত্য চাপিয়ে দিচ্ছে।
তারা বছরের পর বছর ইরানী জাতিকে অপমান করেছে। এ জাতি এখন সাম্রাজ্যবাদের সঙ্গে লড়াই করছে এবং অবশ্যই জয় না পর্যন্ত এ যুদ্ধ চালিয়ে যাবে।
তিনি আরও বলেন, ইরান অবশ্যই সামরিক বা রাজনৈতিক পদক্ষেপের ক্ষেত্রে সাম্রাজ্যবাদের মোকাবিলার জন্য প্রয়োজনীয় সবকিছু করবে।