অ্যারিজোনাতেও জয়, ৭ সুইং স্টেটেই ট্রাম্পের বাজিমাত

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-10 12:12:10

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে জয়ী হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফলাফল ঘোষণার চারদিন পার হয়ে গেলেও দোদুল্যমান রাজ্য অ্যারিজোনাতে ভোটের ফলাফল বাকি ছিল। অবশেষে এই রাজ্যের ফলেও ডোনাল্ড ট্রাম্প জয় পেয়েছেন।এতে করে একে একে সাতটি সুইং স্টেটই জিতলেন ডোনাল্ড ট্রাম্প।

বার্তাসংস্থা রয়টার্স গতকাল শনিবার (৯ নভেম্বর) অ্যারিজোনায় ট্রাম্পের জয়ের কথা নিশ্চিত করে।

স্থানীয় সময় শনিবার রাতে অ্যারিজোনা রাজ্যের ভোটের ফলাফল ঘোষণা করা হয়। এই রাজ্যে ১১টি ইলেক্টোরাল ভোট পাওয়ার মাধ্যমে ট্রাম্প মোট ৩১২ ইলেক্টোরাল ভোট জিতে নেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিসের ইলেক্টোরাল ভোটের সংখ্যা ২২৬টি।

এর আগে ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প সাতটি সুইং স্টেটের ছয়টিতেই জো বাইডেনের কাছে পরাজিত হয়েছিলেন। তবে এবারের অ্যারিজোনায়র জেতার মাধ্যমে রিপাবলিকানরা তাদের হারানো এ রাজ্য ফিরে পেল। ট্রাম্পের জন্য এটি এ রাজ্যে দ্বিতীয়বারের মতো বিজয়। তিনি ২০১৬ সালে এ রাজ্যে জিতেছিলেন।

এদিকে ট্রাম্পের রিপাবলিকান পার্টি এরই মধ্যে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তবে নিম্নকক্ষ হাউজে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

সব মিলিয়ে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে কমলাকে হারিয়ে ট্রাম্পের যে অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটেছে, তার মধ্য দিয়ে সবশেষ ৪ নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি একবার জয়, একবার পরাজয় দেখল। ঊনিশ শতকের শেষ দিক থেকে এমনটা আর আগে দেখেনি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।

Related News