তরুণদের মাঝে বাড়ছে স্ট্রোকের ঝুঁকি, অনিয়ন্ত্রিত জীবনযাপনকে দায়ী করছেন ডাক্তাররা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-10 13:53:18

সংযুক্ত আরব আমিরাতে তরুণদের মাঝে স্ট্রোকের ঝঁকি বৃদ্ধি পাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির ডাক্তাররা।

রোববার (১০ নভেম্বর) ইংরেজি দৈনিক খালিজ টাইমস এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত নাগরিকদের মধ্যে প্রতিবছর ৯০০০ থেকে ১২০০০ হাজার তরুণ স্ট্রোকে আক্রান্ত হয়। তাদের অধিকাংশের বয়সই ৪৫ এর কম। যেখানে বিশ্বব্যাপী স্ট্রোকের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের গড় বয়স ৬৫ বছর।

শারজাহ’র জুলেখা হাসপাতালে ৪৫ বছর বয়সী ও ৪২ বছর বয়সী দুজন রোগীকে নমুনা হিসেবে পরীক্ষা করে দেখা গেছে ৪৫ বছর বয়সী ব্যক্তি ডায়াবেটিসের রোগী ছিলেন। তিনি ডায়াবেটিসের জন্য নিয়মিত ওষুধ গ্রহণ করতেন। আবার তিনি ধুমপানও করেন। হঠাৎ তার বাহু ও মুখের বাঁ পাশে দুর্বলতা অনুভব করায় তিনি ডাক্তারের শরণাপন্ন হন। ক্লিনিক্যাল ও রেডিওলজি পরীক্ষার পর তার তীব্র স্ট্রোক হয়েছে বলে ডাক্তার জানান।

অন্যদিকে, ৪২ বছর বয়সী রোগী যিনি, অনিয়মিত ওষুধ গ্রহণকারী ছিলেন। তার দেহে উচ্চ রক্তচাপ ছিলো। একইসঙ্গে, তার খাদ্যাভ্যাস ও ঘুমও অনিয়মিত ছিল। অনিয়ন্ত্রিত এই দৈনন্দিন কার্যক্রমের জন্য তার মাঝেও স্ট্রোকের ঝুঁকি শনাক্ত হয়েছে। তবে পরবর্তীতে ডাক্তারের পরামর্শে নিয়ন্ত্রিত জীবনযাপন করে সুস্থ হয়েছেন তিনি।

উভয় রোগীর স্ট্রোকের ঝুঁকি থাকার কারণ হিসেবে ডাক্তাররা অলস ও অনিয়ন্ত্রিত জীবনযাপনকে দায়ী করেছেন।

হাসপাতালটির নিউরোলজিস্ট বিশেষজ্ঞ ড. জিন এ্যান বলেছেন, অল্প বয়সী জনগোষ্ঠীর মাঝে স্ট্রোকের ঝুঁকি থাকা গভীর উদ্বেগজনক।

তিনি আরও জানান, দেশের উচ্চ শহুরে পরিবেশ একটি দ্রুত-গতির জীবনধারাকে উৎসাহিত করে। এর ফলে ব্যক্তির মাঝে মানসিক চাপ বৃদ্ধি পায়। একদিকে শরীরচর্চার প্রতি অনীহা দেখায় অপরদিকে, উচ্চ ক্যালরিযুক্ত খাবার গ্রহণ করে। যেগুলো ব্যক্তির মধ্যে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। তাই তরুণদের কল্যাণার্থে সৃষ্ট সমস্যার সমাধানের যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Related News