মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-18 15:14:37

রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার জন্য অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের এ সিদ্ধান্ত ইউক্রেনের সংঘাতকে আরও বাড়িয়ে দিবে এবং এ ধরনের পদক্ষেপ তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার শীর্ষ আইনপ্রণেতারা।

সোমবার (১৮ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, বাইডেনের যুক্তরাষ্ট্রের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার অনুমতিতে সংঘাত আরও বাড়তে পারে বলে আশঙ্কা রাশিয়ার শীর্ষ আইনপ্রণেতারা। এমনকি এ ধরনের পদক্ষেপ তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হতে পারে বলেও মন্তব্য করেছেন তারা।

রাশিয়ার পার্লামেন্টের উচ্চ কক্ষ ফেডারেশন কাউন্সিলের জ্যেষ্ঠ সদস্য আন্দ্রেই ক্লিশাস মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেন, ‘পশ্চিমারা এমন একটি মাত্রায় উত্তেজনা বৃদ্ধি করেছে যে, এটি এক রাতে ইউক্রেন রাষ্ট্রের সম্পূর্ণ ধ্বংস ডেকে আনতে পারে।’

এর আগে সেপ্টেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে বারবার সতর্ক করেছেন। তিনি একাধিকবার বলেছেন, ‘রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর অর্থ হচ্ছে ইউক্রেন যুদ্ধে ন্যাটো সামরিক জোটের সরাসরি জড়িয়ে পড়া।’

রাশিয়ার স্টেট ডুমার নিম্নকক্ষের পররাষ্ট্র সম্পর্ক কমিটির চেয়ারম্যান লিওনিড স্লুটস্কি বলেছেন, ইউক্রেনকে মার্কিন এটিএসিএমএস রকেট দিয়ে রাশিয়ায় হামলার অনুমোদন দেওয়া হলে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

উল্লেখ্য, রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনকে হামলার জন্য অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের তৈরি করা এটিএসিএমএস মিসাইল প্রায় ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) পর্যন্ত দূরত্ব পারি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। মূলত রাশিয়া উত্তর কোরিয়ার সেনাদের ইউক্রেনে যুদ্ধ করার অনুমতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাইডেন এটিএসিএমএস ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা অনেকের। 

Related News