ইমরানের মুক্তির দাবিতে বাইডেনকে ৪৬ মার্কিন কংগ্রেস সদস্যের চিঠি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের ৪৬ জন সদস্য। পাকিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

মার্কিন নির্বাচনের পর চলতি মাসেই সমাবেশ করে পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই)। ওই সমাবেশ থেকেই ইমরান খানের মুক্তির দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান দলটির নেতারা।

বিজ্ঞাপন

এরপর গেল সপ্তাহে কারাগার থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান। তার আইনজীবী জানান, আগামী ২৪ নভেম্বর রাজধানী ইসলামাবাদ অভিমুখে পদযাত্রা করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান।

ওই বিক্ষোভ কর্মসূচি নিয়ে রোববার কারাগার থেকেই এক বিবৃতি দিয়েছেন ইমরান খান।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, ওই দিন পিটিআই-এর ভবিষ্যৎ নির্ধারণ হবে। দলে কে থাকবে আর কে থাকবে না, তা ঠিক করা হবে। ২৪ নভেম্বরকে সিদ্ধান্ত গ্রহণের দিন হিসেবে উল্লেখ করে কর্মসূচি সফল করতে সমর্থকদের যোগ দেয়ার আহ্বান জানান তিনি। শুধু ইসলামাবাদ নয়, দেশজুড়েই বিক্ষোভ হবে বলেও বিবৃতিতে বলা হয়।

এর মধ্যেই ইমরান খানের মুক্তি চেয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন মার্কিন কংগ্রেসের ৪৬ জন সদস্য। চিঠিতে পাকিস্তানে চলমান মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয়ের বিষয়ে উদ্বেগ জানিয়ে বাইডেন সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।

এমনকি পাকিস্তানে গত ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগও তোলেন কংগ্রেস সদস্যরা।