পশ্চিমের সামরিক সহায়তা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করছে

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-19 00:12:39

ইউক্রেনে পশ্চিমের সামরিক সহায়তা বর্তমান বিরোধকে বৃহত্তর যুদ্ধে পরিণত করার ঝুঁকি তৈরি করেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

সোমবার (১৮ নভেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।

এএফপি জানায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধটি একটি বিশ্বব্যাপী সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। ইউক্রেনে পশ্চিমের সামরিক সহায়তা বর্তমান বিরোধকে বৃহত্তর যুদ্ধে পরিণত করার ঝুঁকি তৈরি করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিশ্বব্যাপী তাদের সামরিক হস্তক্ষেপ প্রসারিত করছে এবং ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি বাহিনী হিসেবে ব্যবহার করার যুক্তি দেখিয়ে ইউক্রেনে সামরিক সাহায্যের ক্রমাগত প্রবাহ একটি বিশ্বযুদ্ধের সূত্রপাতের আশঙ্কা তৈরি করতে পারে, এমনকি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার ইঙ্গিত দিচ্ছে বলেও তিনি উদ্বেগ জানান।

এদিকে উত্তর কোরিয়ার সৈন্যরা ইতোমধ্যে ইউক্রেন সীমান্তের কাছে রুশ বাহিনীর পাশাপাশি যুদ্ধ অভিযানে অংশ নিতে শুরু করেছে বলে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়া দাবি করেছে।

উত্তর কোরিয়া গত সপ্তাহে রাশিয়ার সাথে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি অনুমোদন দিয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা উন্নত রুশ প্রযুক্তি ও যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের জন্য একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে।

পশ্চিমারা আশঙ্কা করছে, বিনিময়ে রাশিয়া উত্তর কোরিয়াকে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সহায়তা দিতে পারে।

Related News