পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র রয়েছে, পরিস্থিতি বিবেচনায় ব্যবহার করা হবে: পুতিন

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-23 15:34:55

রাশিয়ার কাছে শক্তিশালী নতুন ক্ষেপণাস্ত্রের মজুদ রয়েছে এবং সেগুলো "ব্যবহারের জন্য প্রস্তুত" বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের ডিনিপ্রো শহরে নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর তিনি এ তথ্য জানান।

দেশটির একটি অনির্ধারিত টিভি চ্যানেলে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি আটকানো সম্ভব নয়। আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি। পর্যাপ্ত মিসাইল রয়েছে। পরিস্থিতি বিবেচনায় সেগুলোর পরীক্ষা চালানো হবে।

মূলত ইউক্রেন মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরই পুতিন ঘোষণা দিয়েছেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজেদের সৈন্যদের প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। যেকোন হামলা প্রতিহত করার জন্য ইউক্রেন প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

তার দেশ পশ্চিমা দেশগুলোর কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সমর্থনের অনুরোধ জানিয়েছেন।

গতকাল শুক্রবার পুতিন এক ভাষণে বলেছেন, ওরেশনিক হাইপারসনিক মিসাইলগুলো শব্দের চেয়ে ১০ গুণ গতিতে চলতে পারে। সেগুলো প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে তিনি বলেছিলেন, ইউক্রেনের স্টর্ম শ্যাডো ও এটিকমস ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তাঁর দেশ এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

Related News