হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে রাজি ইসরায়েল

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে রাজি ইসরায়েল

হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে রাজি ইসরায়েল

লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে সম্মত হয়েছে ইসরায়েল। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের চাপে মুখে অবশেষে যুদ্ধবিরতিতে একমত হয়েছে ইসরায়েল। সব ঠিক থাকলে শিগগরই লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা দেবে ইসরায়েল।

মঙ্গলবার (২৬ নভেম্বর) টাইমস অব ইসরায়েলের বরাত দিয়ে বার্তাসংস্থা সিএনএন জানায়, মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে অনুমোদন দেওয়ার নির্দেশ দেবেন। পরে পরিস্থিতি সাপেক্ষে এই মেয়াদ আরও বৃদ্ধি করা হবে ।

বিজ্ঞাপন

তবে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ যে শেষ হয়ে যাচ্ছে এমনটা না বলে মনে করছেন ইসরায়েলি কর্মকর্তারা।  

ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, 'আমরা জানি না এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে। এক মাস হতে পারে, এক বছরও হতে পারে।'

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা বিয়ষক মুখপাত্র জন কিরবি সোমবার এক ব্রিফিংয়ে বলেন, সবকিছু ঘটার আগে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলার সুযোগ নেই, তবে আমরা একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছি।

ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতেও প্রায় একই তথ্য জানানো হয়।

এদিকে গত ১৮ নভেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে দেওয়া এক বক্তৃতায় নেতানিয়াহু জানান, লেবাননে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করা হলেও সুনির্দিষ্ট লক্ষ্য পূরণে অভিযান চালিয়ে যাবে ইসরায়েলি বাহিনী।

বক্তৃতায় নেতানিয়াহু বলেন, 'কাগজে কী (প্রস্তাব) থাকবে, সেটা গুরুত্বপূর্ণ না। কাগজে (যুদ্ধবিরতি প্রস্তাব) সই করা হলেও আমাদের (ইসরায়েল) উত্তরে আক্রমণ চালিয়ে যেতে হবে। যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও সেটা মানার নিশ্চয়তা দিতে পারছি না।'