দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে চীনের প্রতিরক্ষামন্ত্রী

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-27 10:22:57

চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফাইন্যান্সিয়াল টাইমস।

বুধবার (২৭ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, চীনা সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) শীর্ষ পর্যায়ে চলমান ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ডং জুনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ডং হচ্ছেন টানা তৃতীয় চীনা প্রতিরক্ষামন্ত্রী যিনি দুর্নীতির অভিযোগে তদন্তের আওতায় এসেছেন। প্রতিবেদনে বর্তমান এবং সাবেক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

চীনের সামরিক বাহিনী গত বছর থেকে দুর্নীতি দমনে ব্যাপক কাজ করেছে , যার মধ্যে অন্তত নয়জন পিএলএ জেনারেল এবং বেশ কয়েকজন প্রতিরক্ষা শিল্পের নির্বাহীকে জাতীয় আইনসভা থেকে অপসারণ করা হয়েছে।

২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ডংকে নিয়োগ দেয়া হয়। তিনি পূর্বে পিএলএর নৌবাহিনীর প্রধান ছিলেন। এর আগে তার পূর্বসূরি লি শাংফুকে সাত মাসের মাথায় চাকরিচ্যুত করা হয়।

গত সপ্তাহে লাওসে প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানান ডং। তিনি যুক্তরাষ্ট্রের তাইওয়ান সম্পর্কিত পদক্ষেপের প্রতি ক্ষোভ জানিয়ে এ সাক্ষাৎ প্রত্যাখ্যান করেন। পেন্টাগনের প্রধান এই ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন।

Related News