ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে লেবানন ও সিরিয়ার মধ্যে থাকা তিনটি সীমান্ত ক্রসিংয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে চার বেসামরিক নাগরিকসহ দুই সেনা নিহত হয়েছেন।
বুধবার (২৭ নভেম্বর) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা'র বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
বার্তা সংস্থা সানা জানায়, স্থানীয় সময় ভোর ৪টায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে এই হামলায় চারজন বেসামরিক নাগরিক এবং দুইজন সৈন্য নিহত হয়েছে। এতে শিশু, নারী ও সিরিয়ান রেড ক্রিসেন্টের শ্রমিকসহ ১২ জন আহত হয়েছে।
বার্তা সংস্থাটি জানায়, সিরিয়ার টারতুস প্রদেশের আরিদা ক্রসিং, হোমস প্রদেশের দাবুসিয়াহ ও জুসিয়েহ ক্রসিংয়ে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েল। এতেই এ হতাহতের ঘটনা ঘটেছে।
সিরিয়ান রেড ক্রিসেন্ট বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানায়, দাবুসিয়াহ ও আরিদা ক্রসিংকে লক্ষ্য করে চালানো হামলায় তাদের একজন স্বেচ্ছাসেবক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। তবে ক্রসিংয়ের কোথায় এ হতাহতের ঘটনা ঘটেছে তা উল্লেখ করা হয়নি।