বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলবের বিষয়ে যা জানালো ভারত

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-13 22:46:09

সীমান্ত উত্তেজনা নিয়ে এবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত।

সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম এশিয়াননেট এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এদিকে ডেপুটি হাইকমিশনারকে তলবের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেন্টার একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোঃ নুরুল ইসলামকে ১৩ জানুয়ারী দুপুর ২টায় সাউথ ব্লকে তলব করেছিল।

এসময় তাকে সীমান্তে নিরাপত্তা এবং বেড়া দেয়ার বিষয়ে জানানো হয়েছিল। এছাড়া ভারত দুই দেশের সরকারের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে সমস্ত প্রটোকল এবং চুক্তি পালন করেছে বলে বলা হয়েছে।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান, অপরাধীদের চলাচল এবং পাচারের চ্যালেঞ্জগুলিকে কার্যকরভাবে মোকাবেলা করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এছাড়া ভারত আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান, অপরাধীদের চলাচল এবং পাচারের চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবিলা করে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সে অনুযায়ী কাঁটাতারের বেড়া, সীমান্ত আলো, প্রযুক্তিগত ডিভাইস এবং গবাদি পশুর বেড়া সীমান্ত সুরক্ষিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related News