গাজায় যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহু-বাইডেনের ফোনালাপ
গাজায় যুদ্ধবিরতি নিয়ে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর।
রোববার (১২ জানুয়ারি) তাদের মধ্যে ফোনালাপ হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে তিনি চুক্তির আওতায় বন্দিদের মুক্তি ও মানবিক সহায়তা বাড়ানোর কথাও বলেন। যুদ্ধবিরতি কার্যকর হলে মানবিক সহায়তা পাঠানোর প্রক্রিয়া সহজ হবে বলে উল্লেখ করেন বাইডেন।
বাইডেনকে ধন্যবাদ জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের আজীবন সমর্থন ছিল। তিনি একইসঙ্গে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্রের অসাধারণ ভূমিকার প্রশংসা করেন।
অপরদিকে নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বন্দিদের মুক্তির অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। বন্দিদের মুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে কাতারের রাজধানী দোহায় প্রতিনিধি পাঠানোর কথা তুলে ধরা হয়।
এছাড়াও দুই নেতা ফোনালাপে সিরিয়ার আসাদ সরকারের পতন, লেবাননে যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী মৌলিক পরিবর্তন, ইরানের বিভিন্ন বিষয় এবং সমসাময়িক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের আক্রমণের পর শুরু হয় গাজা যুদ্ধ। গাজা উপত্যকায় ইসরায়েলের ধারাবাহিক সামরিক স্থলও বিমান হামলায় স্কুল, হাসপাতাল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হয়। গাজায় শুরু হওয়া এ ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও গৃহহীন হয়েছে লাখ লাখ গাজাবাসী।