লস অ্যাঞ্জেলসে দাবানল শুরুর আগে ও পরের চিত্র
ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। ইতোমধ্যে ১৬ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। কিছু এলাকায় দাবানল নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগবে তা জানা যায়নি। এরই মধ্যে আবারও তীব্র বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস।
লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থলের ঠিক উত্তরে মঙ্গলবার শুরু হওয়া দাবানলে কয়েক হাজার একর জমি এবং ১২ হাজারেরও বেশি ঘর-বাড়ি পুড়ে গেছে।
বর্তমানে দাবানলটি দিক পরিবর্তন করে লস অ্যাঞ্জেলসের উত্তর-পূর্বে নতুন এলাকার দিকে আগুন ছড়াচ্ছে। এমন অবস্থায় ম্যান্ডেভিলের দিকে অগ্রসর হওয়ায় সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে আশপাশের এলাকার বাসিন্দাদের। ঘর ছাড়তে প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও ১ লাখ ৬৬ হাজার মানুষকে।
স্যাটেলাইটে ওঠে আসা ভয়াবহ দাবানলের বেশকিছু ছবি প্রকাশ করেছে আল জাজিরা। মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪.কমের পাঠকদের জন্য ছবিগুলো নিম্নে তুলে ধরা হলো:
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।