ইমরান খানের দুর্নীতি মামলার রায় শুক্রবার

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-16 22:23:45

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জমি নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের মামলায় রায় শুক্রবার (১৭ জানুয়ারি)। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, আল-কাদির ট্রাস্ট নামের একটি সংস্থা প্রতিষ্ঠা করে সেটির জন্য জমি ঘুষ নিয়েছেন ইমরান খান। যা সুবিধা পাওয়ার বিনিময়ে একটি আবাসন কোম্পানি দিয়েছিল। তবে পিটিআই জানিয়েছে, এই জমিটি ইমরান ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য নেননি। সেখানে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতেন তিনি।

অন্যদিকে, পাকিস্তানে শেহবাজ শরীফের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই। ইমরান খানের বিরুদ্ধে জমি নিয়ে দুর্নীতির অভিযোগের মামলায় রায় দেওয়ার আগের দিন সরকারের সঙ্গে আলোচনায় বসেছে দলটি। এছাড়া চলমান রাজনৈতিক অস্থিরতাও নিরসন করতে চায় তারা।

সরকারের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে পিটিআইয়ের চেয়ারম্যান ওমর আইয়ুব বলেছেন, “আমরা সরকারের কাছে আমাদের দাবিগুলো পেশ করেছি। তারা আমাদের ইমরান খানের সঙ্গে একান্তভাবে কথা বলার অনুমতি দিয়েছে।”

পাকিস্তানের প্রতিনিধি পরিষদের স্পিকার আয়াজ সাদিক জানিয়েছেন, তিনি পিটিআইয়ের দাবিগুলো পেয়েছেন। সরকারের পক্ষ থেকে পিটিআইয়ের এ দাবিগুলো নিয়ে প্রধান আলোচকের ভূমিকা পালন করছেন ইরান সিদ্দিকি। তিনি জানিয়েছেন, আগামী সাত কর্মদিবসের মধ্যে এ ব্যাপারে সরকারের সিদ্ধান্ত জানাবেন তারা।

পিটিআই মূলত ২০২৩ সালের আগস্টে ইমরান খানের গ্রেপ্তার এবং সেই বছরই তার সমর্থকদের দ্বারা সেনাবাহিনীর অবকাঠামোয় হামলার ব্যাপারে দুটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন চাইছে।

Related News