যুদ্ধবিরতিতে ইসরায়েল-হামাস

  • আন্তর্জাতিক ডেস্ক ,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দীর্ঘ দিন ধরে চলা সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ হামাস ও দখলদার ইসরায়েল।

বুধবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে এনডিটিভি।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল এবং হামাস গাজায় শত্রুতা বন্ধ করতে এবং ফিলিস্তিনি বন্দীদের জন্য ইসরায়েলি জিম্মি বিনিময়ের জন্য একটি যুগান্তকারী চুক্তিতে পৌঁছেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে মিশরীয় ও কাতারি মধ্যস্থতাকারীদের সহায়তায় কয়েক মাসের তীব্র আলোচনার পর এই অগ্রগতি আসে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিজ্ঞাপন

ইসরায়েল ও হামাসের দীর্ঘদিনের সংঘর্ষের ৪৬ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এছাড়া, কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত, অস্থায়ী আশ্রয়ে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে যাচ্ছেন।

উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাসের যুদ্ধের অবসানের দিকে এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রেসিডেন্ট-নির্বাচিত ট্রাম্প একটি দ্রুত সমাধানের জন্য তার আকাঙ্ক্ষার বিষয়ে সোচ্চার ছিলেন, জিম্মিদের মুক্তি না দিলে গুরুতর পরিণতির হুঁশিয়ারিও দিয়েছিলেন।