মাঙ্কি পক্সে সিয়েরা লিওনে জরুরি অবস্থা জারি
পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে মাঙ্কি পক্সে (এম পক্স) দুই রোগী শনাক্ত হওয়ায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। সোমবার (১৩ জানুয়ারি) দেশটি এই জরুরি অবস্থা জারি করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
দেশটির স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী অস্টিন ডেম্বি সংবাদ মাধ্যমকে জানিয়েছে, আক্রান্তদের কারোরই সম্প্রতি সংক্রমিত কোন প্রাণী বা ব্যক্তির সংস্পর্শে যাওয়ার রেকর্ড নেই। প্রথম যে ব্যক্তির শরীরে এমপক্স শনাক্ত হয়, তিনি গত ২৬ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি উত্তরাঞ্চলীয় পোর্ট লোকো জেলার লুঙ্গিতে ভ্রমণ করেছিলেন।
অস্টিন ডেম্বি নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, আপনাদের সতর্ক থাকতে হবে এবং কারো মাঝে এমপক্সের লক্ষণ দেখা দিলে তা সাথে সাথে স্বাস্থ্য অধিদপ্তরকে জানাতে হবে।
এর আগে, ২০২২ সালে এই ভাইরাস আফ্রিকায় ব্যাপকভাবে বিস্তার লাভ করে। তখন আফ্রিকায় আনুমানিক ৪৩ হাজার মানুষের শরীরে সন্দেহভাজন ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। এছাড়া ১ হাজার মৃত্যুর বেশিরভাগই ঘটেছে আফ্রিকাতে। এমনকি আফ্রিকা মহাদেশের গণ্ডি পেরিয়ে উন্নত দেশেও পৌঁছে যায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২৪ সালে এমপক্স নিয়ে সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করে। বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ নজর রাখছে।
উল্লেখ্য, সিরেয়ার লিওনে ২০১৪ সালে ইবোলা প্রাদুর্ভাব হয়েছিল সবচেয়ে বেশি। এটি ছিল ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভাইরাস। মূলত পশ্চিম আফ্রিকাকে প্রভাবিত করা এই প্রাদুর্ভাবটি। সারা বিশ্বের মোট ১১ হাজার মৃত্যুর মধ্যে সিয়েরা লিওনেই ৪ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল ভাইরাসটি। ওই মহামারিতে দেশটি তার ৭% স্বাস্থ্যসেবা কর্মী হারিয়েছে।