মেক্সিকোর সমুদ্র সৈকতে ডুমসডে অরফিশ, প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-22 19:41:36

মেক্সিকোর এক পর্যটন সমুদ্র সৈকতে ডুমসডে অরফিশ নামক একটি জীবিত মাছ দেখা যাওয়ায় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করছে স্থানীয়রা। 

বুধবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ‘ডেইলি এক্সপ্রেস’। 

প্রতিবেদনে বলা হয়, মেক্সিকো পর্যটন সমুদ্র সৈকতে একটি ডুমসডে মাছকে উপকূলে খুঁজে পায় দুই সার্ফার। এরপর থেকে আসন্ন বিপর্যয়ের আশঙ্কা করছে স্থানীয়রা। 

মাছটি সৈকতে বালির ওপরে জীবিত অবস্থায় ছিল। তবে মাছটির লেজের অংশ ছিলো না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

পৌরাণিক কাহিনী অনুসারে ডুমসডে ওরফিশকে জীবিত অবস্থায় দেখা যায় না বললেই চলে। কেননা এই মাছগুলো প্রাকৃতিক বিপর্যয় ছাড়া তাদের বাসস্থান পরিবর্তন করে না। 

এর আগে ২০১১ সালে জাপানে সুনামি সৃষ্টি হওয়ার পূর্বে দেশটির উপকূলে ২০টি ডুমসডে অরফিশ ভেসে উঠেছিল। 

এরপর ২০১৭ সালে সালে দক্ষিণ ফিলিপাইনে একটি মারাত্মক ভূমিকম্পের কয়েক দিন আগেও ছয়টি অরফিশ দেখা গিয়েছিল।

Related News