তুরস্কে হোটেলে রাতে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় স্কি রিসোর্টের একটি হোটেলে রাতে আগুন লেগে অন্তত ১০ জন নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বোলু প্রদেশের কার্তালকায়া রিসোর্টের হোটেলের রেস্তোরাঁয় রাতে আগুন ছড়িয়ে পড়ে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয় এবং আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলি ইয়ারলিকায়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে লিখেন, আগুন ছড়িয়ে পড়ার পর সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থার ২৭৭ কর্মী ঘটনাস্থলে গেছে এবং আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা করছে , তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বিজ্ঞাপন

এদিকে বোলুর গভর্নর আব্দুল আজিজ আইদিন তুর্কি নিউজ টিআরটিকে জানান, রাত সাড়ে ৩টার দিকে ১১তলা হোটেলের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও দমকলকর্মীরা আগুন নেভাতে পারে নি। আগুন নেভানোর জন্য কাজ করছে।

অগ্নিকাণ্ডের সময় হোটেলে ২৩৪ জন অতিথি ছিল। আগুন ছড়িয়ে পড়ার পর আতঙ্কে ভবন থেকে ঝাঁপ দেওয়ার পর দুজন মারা যান বলে দেশটির সরকারি সংবাদ সংস্থায় জানানো হয়। অগ্নিকাণ্ডের কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত করবে বলে বলেও জানায় সংস্থাটি।

প্রসঙ্গত, বোলু প্রদেশের কার্তালকায়া হচ্ছে তুরস্কের প্রধান শীতকালীন পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি, স্কি মৌসুমে হাজার হাজার পর্যটক সেখানে ভ্রমণে যান। রিসোর্টটি ইস্তাম্বুল থেকে প্রায় ২৯৫ কিলোমিটার (১৮৩ মাইল) পূর্বে অবস্থিত।