ইউক্রেনের যুদ্ধ অবসানে চুক্তি করতে চান জেলেনস্কি: ডোনাল্ড ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইউক্রেনে যুদ্ধের সমাপ্তি টানতে একটি চুক্তির বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগ্রহী বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণের পর ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদেনে এই খবর জানিয়েছেন বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এক সপ্তাহের মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে বলে ধারণা করা হলেও প্রায় তিন বছর ধরে চলছে এই যুদ্ধ।

বিজ্ঞাপন

এই যুদ্ধের ইতি টানতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি চুক্তি করতে রাজি হবেন বলে আশা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প।

এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি, জেলেনস্কি এই যুদ্ধ শেষ করার ব্যাপারে খুব ভালোভাবেই রাজি।’

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছিলেন যে তিনি ইউক্রেনের যুদ্ধের অবসান চান। সে অনুসারে প্রেসিডেন্ট হওয়ার প্রথম দিনেই সেটি তিনি করতে চেয়েছিলেন।

অপরদিকে, যুদ্ধ বন্ধের চুক্তিতে ইতিবাচক সাড়া দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনও। সকলের স্বার্থ রক্ষা হয় এমন বিষয় বিবেচনা করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।