১৫০০ আন্দোলনকারীদের মুক্তি দিলেন ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দোষী সাব্যস্ত বা গ্রেফতার হওয়া প্রায় ১৫০০ আন্দোলনকারীকে মুক্তি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার (২১ জানুয়রি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি। 

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ক্যাপিটল আন্দোলনকারীদের মুক্তি দেবেন কি না তা নিয়ে বেশ সংশয় ছিল। তবে সকল সংশয় কাটিয়ে ১৪ জন ছাড়া ১৬০০  জনকে মুক্তি দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

যারা পুলিশ অফিসারদের সহিংসভাবে লাঞ্ছিত করেছে, জানালা ভেঙেছে বা কংগ্রেসের অফিসে আক্রমণ করেছে তাদেরও মুক্তি দিয়েছেন তিনি। 

বিজ্ঞাপন

মুক্তিপ্রাপ্ত আন্দোলনকারীদের অনেককে কয়েক ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

তবে দীর্ঘতম সাজাপ্রাপ্ত অতি ডানপন্থী ১৪ জনকে পুরোপুরি মুক্তি দেননি ট্রাম্প। তারা কমিউটেশন পাবে। 

এদিকে, ট্রাম্পের এই আদেশের তীব্র সমালোচনা করেছেন ন্যান্সি পেলোসি। 

সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, এই পদক্ষেপটি "আমাদের বিচার ব্যবস্থা, ক্যাপিটল, কংগ্রেস এবং সংবিধান রক্ষাকারীদের জন্য একটি জঘন্য অপমান।

উল্লেখ্য, এই ১৬০০ দাঙ্গাকারী ক্যাপিটল হিল থেকে ২০২১ সালের ৬ জানুয়ারি গ্রেফতার হয়েছিলেন। তাদের অধিকাংশই ডোনাল্ড ট্রাম্পের অনুসারী।