ক্যাপিটল রোটান্ডা: ক্ষমতা হস্তান্তরের এক শান্তিপূর্ণ আয়োজন যেভাবে শুরু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঘড়ির কাটায় সকাল ১০ টা ৩৭ মিনিট। হোয়াইট হাউসের উত্তর পোর্টিকো থেকে বেরিয়ে এলেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। এখানেই কিছুক্ষণ আগে সকালের চায়ে অংশ নিয়েছিলেন তারা। দুজনেই উঠলেন একটি গাড়িতে। বামদিকের সিটে বসলেন ট্রাম্প। ডান দিকে উঠে বসলেন জো বাইডেন। পেনসিলভানিয়া এভিনিউ ধরে তাদের গাড়ি যখন এগিয়ে যাচ্ছিলো রাস্তার দুই ধারে জনতা তাদের উল্লাস ধ্বনি শোনাচ্ছিলেন। মাত্র ১০ মিনিটের যাত্রা। তাদের পেছনে পেছন একটি বড় মোটর শোভাযাত্রা। যা ক্যাপিটল হিলে পৌঁছায় সকাল ১০টা ৪৭ মিনিটে।

ওদিকে ক্যাপিটল হিলে অভ্যাগত অতিথিরা আগেই তাদের আসন নেন। দুই প্রেসিডেন্ট হেঁটে এগিয়ে আসেন ক্যাপিটল হিলের ভিতরে।

বিজ্ঞাপন

ক্যাপিটল রোটান্ডা ততক্ষণে কানায় কানায় পূর্ণ। বিউগলে বাজছিলো আনন্দময় অভ্যর্থণার সুর। অতিথিদের সারিতে দেখা যায় টেক জায়ান্টদের। যার মধ্যে অন্যতম ছিলেন এক্সহ্যান্ডল প্রধান ইলন মাস্ক, গুগলের সিইও সুন্দর পিচাইসহ অনেকেই। ট্রাম্পের পরিবারের সদস্যরা ইভাঙ্কা ট্রাম্প, এরিক ট্রাম্পসহ অন্যরা ঢোকেন অনুষ্ঠানস্থলে।


সকাল ১১টা ১৫ মিনিটে পৌছান সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন। এর পরপরই পৌছান সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও লরা বুশ। ১১টা ১৭ মিনিটে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে ঢুকতে দেখা যায়। সকাল ১১টা ২০ মিনিটে চিফ জাস্টিস জন রবার্টসের সাথে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ঢোকেন অনুষ্ঠানস্থলে। সকাল ১১টা ২২ মিনিটে ঢোকেন বর্তমান ফার্স্ট লেডি ড. জিল বাইডেন।

বিজ্ঞাপন

বিউগলে অনবরত বেজে চলেছে আনন্দময় সুরের ঝংকার। সকাল ১১টা ২৫মিনিট। হঠাৎ নিশব্দ। চারিদিক। অতিথিরা আসন ছেড়ে দাঁড়িয়ে অপেক্ষায়। সকলেই নিশ্চুপ। এভাবেই চলতে থাকল টানা ৫ মিনিট। সকাল ১১ট ৩০ মিনিটে নিরবতা ভেঙ্গে ক্রিস্টোফার মাকিও গেয়ে শোনালেন 'ও আমেরিকা'।

১১টা ৩৬ মিনিটে হল ওয়ে ধরে হেঁটে আসতে দেখা যায় ডোনাল্ড ট্রাম্পকে। তার পেছেন পেছনে আসছিলেন ফাসর্ট লেডে মেলানিয়া ট্রাম্প। অনুষ্ঠান স্থলে ঢোকেন মেলানিয়া একাই এবং এগিয়ে গিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দাঁড়িয়ে যান।


১১টা ৩৮ মিনিটে ঢোকেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ভাইস প্রেসিডন্ট ইলেক্ট জেডি ভেন্স ঢোকেন ১১টা ৪০ মিনিটে। এরপর অপেক্ষা প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড জন ট্রাম্পের। তিনি অনুষ্ঠানস্থলে ঢোকেন যখন তখন ঘড়ির কাটায় ঠিক ১১টা ৪২ মিনিট। এগিয়ে গিয়ে মেলানিয়া ট্রাম্পের গালে চুমু খেয়ে হাত মেলালেন জো বাইডেনের সাথে। এগিয়ে গেলেন পোডিয়ামের দিকে। সামনে এগিয়ে পাশে দাঁড়ালেন ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট জেডি ভেন্স। তুমুল করতালি চলছিলো হল ভরে। এরপর অতিথিরা যার যার আসনে বসে পড়লেন। শুরু হলো শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা।