প্রার্থনা শেষে বাইডেনের চায়ের নিমন্ত্রণে ট্রাম্প

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিনে সকালেই যান চার্চে। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় স্ত্রী মেলানিয়াকে নিয়ে সেন্ট জনস চার্চে ঢোকেন তিনি। অভিষেক পূর্ব প্রার্থনা সেরে নিতেই চার্চে যান ট্রাম্প।

চার্চের প্রার্থনা শেষে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প যান হোয়াইট হাউসে। সেখানে প্রেসিডেন্ট জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন তাদের স্বাগত জানান সকালের চা পানের আয়োজনে।

বিজ্ঞাপন

এর পরপরই ট্রাম্পের পরিবারের সদস্যরা চলে যান ক্যাপিটল হিলে। সেখানে ট্রাম্প ছিলেন না। তিনি পরে পৌঁছাবেন।

হোয়াইট হাউজের উত্তর পোর্টিকোতে পৌঁছালে প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে 'ওয়েলকাম হোম' বলে অভ্যর্থনা জানান। হোয়াইট হাউজের ভেতরে যখন তারা ঢুকে যাচ্ছিলেন, তখন বাইরে সাংবাদিকদের কোনো প্রশ্নেরও জবাব দেন নি দুই জনের কেউ। তবে ট্রাম্প পৌঁছার আগে, বাইডেনের কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিলো- এই দিনটিতে তার কেমন লাগছে।

বিজ্ঞাপন

বাইডেন উত্তরে শুধু বলেন, "ভালো"।

পরে চা পানের স্থানে কোনো সাংবাদিকের প্রবেশাধিকার ছিলো না। সেটি ছিলো একান্ত চায়ের আয়োজন।

যুক্তরাষ্ট্রে এই চায়ের আমন্ত্রণের রেওয়াজ শুরু হয় ১৮৩৭ সালে প্রেসিডেন্ট মার্টিন ভ্যান বারেন ও অ্যান্ড্রু জ্যাকসনের মধ্যে। সেই প্রথা ভেঙ্গে ২০২১ সালে ট্রাম্প অবশ্য জো বাইডেনকে ডাকেননি সকালের চায়ে অংশ নিতে। বাইডেন নিজেই সে প্রথা আবার ফিরিয়ে আনলেন।