ডোনাল্ড ট্রাম্পকে পুতিনের শুভেচ্ছা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা পেতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি। 

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা জানিয়ে পুতিন বলেন, "অবশ্যই, আমরা এই অবস্থানকে স্বাগত জানাই এবং সদ্য অভিষিক্ত মার্কিন প্রেসিডেন্টকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাই।"

তিনি রাশিয়ার সাথে যোগাযোগ পুনরায় শুরু করার ট্রাম্পের ইচ্ছা এবং তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধে সম্ভাব্য সবকিছু করার বিষয়ে প্রেসিডেন্ট-নির্বাচিত পূর্ববর্তী মন্তব্যের কথাও স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

এছাড়া, তিনি ইউক্রেন যুদ্ধের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনার জন্য উন্মুক্ত বলেও জানিয়েছেন। এই যুদ্ধের কোনো অস্থায়ী যুদ্ধবিরতি উচিত নয় বলেও জানিয়েছেন পুতিন।

এর পরিবর্তে সকলের স্বার্থের দিকটি বিবেচনা করে দীর্ঘমেয়দী শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি করার আহ্বান জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।