হামাসের বিরুদ্ধে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর পরাজয় স্বীকার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’আর হামাসের বিরুদ্ধে তাদের পরাজয় স্বীকার করেছেন। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে সোমবার (২০ জানুয়ারি) বিভিন্ন গণমাধ্যেমে এ সংবাদ প্রকাশিত হয়।

দ্য প্যালেস্টাইন ক্রনিক্যাল এর এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা'আর তার এক বক্তৃতায় হামাসের বিরুদ্ধে তাদের পরাজয় স্বীকার করেন। তিনি বলেন, আমাদের দায়িত্ব ছিল জিম্মিদের ফিরিয়ে আনা কিন্তু কয়েক মাস ধরেও আমরা কোন জিম্মিকেই জীবিত ফেরত আনতে পারিনি। সেই সঙ্গে হামাসের বিরুদ্ধে সংঘাতেও আমরা কোন ফলপ্রসূ ফলাফল অর্জন করতে পারিনি।

বিজ্ঞাপন

গণ্যমাধ্যমে ইসরায়েলি নৌবাহিনীর সাবেক কমান্ডার ইয়েদিদিয়া ইয়াঅরি বলেন, গাজার বিজয় আমাদের জন্য পরিপূর্ণ পরাজয়ে পরিণত হয়েছে। গাজা যুদ্ধ শেষ হওয়ার ফলে ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। অভ্যন্তরীণ সমস্যা পরবর্তিতে রাজনৈতিক বিপর্যয়ে পরিণত হতে পারে।

গত বুধবার (১৫ জানুয়ারি) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দিয়েছিল। ঘোষণায় বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি রোববার (১৯ জানুয়ারি) থেকে বাস্তবায়িত হবে এবং ওই চুক্তির ভিত্তিতে হামাস ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে বেশ কয়েক ধাপে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে।

বিজ্ঞাপন

এদিকে চুক্তির অংশ হিসেবে রোববার বিকেলে ৩ নারী জিম্মিকে মুক্তি দেয় হামাস, অপরদিকে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় তেল আবিব। 

হামাস বন্দিদের মুক্তি নিশ্চিত করে বলে, ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ৯০ ফিলিস্তিনির মধ্যে পশ্চিম তীর এবং জেরুজালেমের ৬৯ নারী এবং ২১ কিশোর রয়েছে।