কলম্বিয়ায় ইএলএন বিদ্রোহীদের হামলায় নিহত ৮০

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কলম্বিয়ায় ইএলএন বিদ্রোহীদের হামলায় নিহত ৮০

কলম্বিয়ায় ইএলএন বিদ্রোহীদের হামলায় নিহত ৮০

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে বিদ্রোহী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর মাত্র তিন দিনে কলম্বিয়ায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ইএলএন উত্তর-পূর্ব কাটাটুম্বো অঞ্চলে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর ওপর আক্রমণ শুরু করে। এই গোষ্ঠীটি এখন বিলুপ্ত সশস্ত্র গোষ্ঠী রেভ্যুলেশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক)-র সাবেক সদস্যদের নিয়ে গঠিত। ২০১৭ সালে ফার্ক নিরস্ত্র হওয়ার পর থেকে তারা লড়াই চালিয়ে আসছিল।

বিজ্ঞাপন

নর্তে দে সান্তান্ডার বিভাগের গভর্নর উইলিয়াম ভিলামিজার আল জাজিরাকে বলেন, আমাদেরর ধারণা সংঘাতের সময় বেসামরিক লোক সেখানে আটকা পড়ে এবং রোববারের মধ্যে এতে ৮০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

ভিলামিজার উদ্বেগ প্রকাশ করে বলেন, সহিংসতার কারণে প্রায় শতাধিক লোক আহত হয়েছেন এবং প্রায় ৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে, কেউ কেউ পাশের পাহাড়ে লুকিয়ে থাকছে পাশাপাশি অনেকে আবার সরকারি আশ্রয়ের সাহায্য চাচ্ছে।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে এই অঞ্চলে ৫ হাজারেরও বেশি সেনা পাঠানো হয়েছে। প্রয়োজনে আরও সেনা পাঠানো হবে। আমরা যেকোনো পরিস্থিতিতে বিদ্রোহী গোষ্ঠীদের মোকাবিলা করতে প্রস্তুত আছি।

শনিবার (১৮ জানুয়ারি) এক ভাষণে ভিলামিজার বলেন, ‘কাটাটুম্বোর সাহায্য দরকার। ছেলে, মেয়ে, যুবক, কিশোরসহ পুরো পরিবারকে কোনো কিছু ছাড়াই চলে যেতে দেখা যাচ্ছে। ট্রাক, ডাম্প ট্রাক, মোটরসাইকেলসহ যে যা পারছেন তাতে করে বা পায়ে হেঁটে এই সংঘাতের শিকার হওয়া এড়ানোর চেষ্টা করছেন।’

সূত্র: আল জাজিরা