রাইডার্সদের কাছে পেয়ে রংপুরের খেলা প্রেমীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বিপিএলে টানা ৮ ম্যাচ জিতে আসা রংপুর রাইডার্সদের আগমনে নিজ ভূমিতে বাঁধভাঙা উচ্ছ্বাসে রংপুরের খেলা প্রেমীরা। খেলাপ্রমীদের উপস্থিতি ও ভালোবাসায় সিক্ত হয়েছে রাইডার্সরা। গ্লোবাল সুপার লিগ জিতে দেশের ক্রিকেটে হৈচৈ ফেলে আসা রংপুর রাইটার্স ট্রফি ট্যুরে আজ রংপুরে উষ্ণ ভালবাসায় সিক্ত তারা। দেশের ইতিহাসে এই প্রথমবার কোন ফ্র্যাঞ্চাইজি বিদেশে গিয়ে ট্রফি জিতেছে।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর ২ টায় রংপুর স্টেডিয়ামে কানায় কানায় পূর্ণ দর্শকদের মাঝে হেলিকপ্টারে আসেন রংপুর রাইডার্সের খেলোয়াড়েরা।

বিজ্ঞাপন

হৃদয়ে জায়গা করে নেয়া প্রিয় দলকে এক নজর দেখার অপেক্ষায় সকাল থেকেই ভক্ত অনুরাগীরা ভিড় জমিয়েছেন মাঠে। রংপুরের মাটিতে এ যেন এক ভিন্ন আনন্দের উল্লাস সববয়সীদের মাঝে। উষ্ণ অভ্যর্থনা দিতে হাজারো ক্রিকেটপ্রেমী আসেন রংপুর স্টেডিয়ামে। সকাল থেকে আসা দর্শকরা অপেক্ষার প্রহর গুনে দুপুরে খেলোয়াড়দের পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে পরেন।

ভক্তদের উপচে পরা ভিড়ের মধ্য দিয়ে প্রায় আধা ঘণ্টা পর সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় সৌম্য সরকার,সাইফউদ্দিন,নাহিদ রানা,ও নুরুল হাসান সোহানরা রাইডার্সরা ড্রেসিংরুমে প্রবেশ করেন।
বিকেল খোলা বাসে ট্রফি নিয়ে রংপুর শহর প্রদক্ষিণ করেন। এ সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিপিএল ট্রফিও সঙ্গে নিয়ে আসে রংপুর রাইডার্স।এমন আয়োজনে খুশি রংপুরবাসী। দাবি জানান রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের।

বিজ্ঞাপন

প্রিয় টিমের প্রিয় খেলোয়াড়দের কাছে পেয়ে আপ্লুত নারী ক্রিকেটার আরিফা জাহান বিথি বলেন, আজকের দিনটি আমাদের জন্য খুবই আনন্দের। নিজ ভূমিতে নিজেদের এবং বাহিরের দেশের খেলোয়াড়দের এত কাছে থেকে দেখতে পাওয়ার আনন্দই আলাদা। এই অনুভূতি যেন অন্নরকম এক অনুভূতি। একজন ক্রিকেটার এবং রংপুরবাসী হিসেবে দাবি করছি রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের জন্য।

এদিকে বিপিলের শিরোপা জিতে আবারো রংপুরের মাটিতে পা রাখার প্রতিশ্রুতি রাইডার্সদের।

খেলাপ্রেমীদের মাঝে দেড় হাজার জার্সি বিতরণ, বিপিএল মাসকট ‘ডানা ৩৬’-এর উপস্থিতি এবং দেশবরেণ্য ব্যান্ড ‘এভোয়েড রাফা’র কনসার্ট মেতে উঠে দর্শকরা।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর গায়ানায় গ্লোবাল সুপার লিগের ট্রফি জিতেছিল রংপুর। যেখানে ৫ দলের এই টুর্নামেন্টে ভিন্ন পাঁচ দেশের সেরা পাঁচ দল অংশ নিয়েছিল। ফাইনালে ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে ট্রফি জিতেছিল নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। বিপিএলেও দুর্দান্ত ছন্দে আছে দলটি। জয় পেয়েছে ৮ম্যাচেই।