আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে জোকোভিচ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নোভাক জোকোভিচ

নোভাক জোকোভিচ

ছাত্র আন্দোলনে উত্তাল টেনিস সুপারস্টার নোভাক জোকোভিচের দেশ সার্বিয়া। একটি রেলস্টেশনের ছাদ ভেঙে পড়ার ঘটনাকে ঘিরে শুরু হয় সরকার বিরোধী এই আন্দোলন।আর তাতে সমর্থন জানিয়েছেন বর্তমানে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে থাকা জোকোভিচ। গত রোববার শিক্ষার্থীদের উপর করা হামলার নিন্দা করে এক বার্তায় আন্দোলনের প্রতি সমর্থন জানান তিনি।

মেলবোর্নে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোকোভিচ বলেন, ‘সেখানে কিছু হচ্ছেনা আমি এটা ভাবার ভান করতে পারিনা। শিক্ষার্থী এবং সকল শ্রেণীর আন্দোলনকারীদের প্রতি আমার পূর্ণ সমর্থন আছে।’

বিজ্ঞাপন

নভেম্বরের ১ তারিখে ঘটা ছাদ ধ্বসের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। ১৩ জন ব্যাক্তিকে দোষী সাব্যস্ত করে মামলা করা হয়েছে ,যার মাঝে আছেন সাবেক পরিবহন মন্ত্রী।

শিক্ষার্থীদের উপর সরকারের হামলার নিন্দা করে জোকোভিচ বলেন, ‘আন্দোলনকারীদের উপর এমন হামলা কেবলমাত্র সহিংসতাকেই বাড়িয়েছে না,এটা আমাদের সার্বিয়ান সমাজ ও দেশের জন্য হতাশার। আমার ছেলেমেয়েরা সেখানে বড় হবে। আমি চাই তাদের জন্য একটা সুন্দর পরিবেশ তৈরী হোক।’

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জোকোভিচ মোকাবেলা করবেন কার্লোস আলকারাজের।